“ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ গাড়ি” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হীড বাংলাদেশ এর যৌথ উদ্যোগে র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা মোহাম্মদ ডা. মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী আঞ্জুমানা রুবি এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হীড বাংলাদেশ এর সিআরপি অসিত পাল।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, কর্মচারী, হীড বাংলাদেশ এর প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ।
বক্তরা কুষ্ঠ রোগের লক্ষণ ও প্রতিরোধ বিষয় নিয়ে গুরুত্বারোপ করেন।