বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় আসছে শাকিব খান ও যিশু সেনগুপ্তকে নিয়ে নতুন একটি সিনেমা। জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্তের প্রথম একসঙ্গে কাজ নিয়ে দুই বাংলার ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নতুন এ সিনেমা অ্যাকশন ও টেনশন থ্রিলারে ভরপুর হতে চলেছে বলে জানা গেছে। চলতি বছরের শেষ অথবা আগামী বছরের শুরুতে কলকাতায় এ সিনেমার শুটিং হবে।
এই প্রজেক্টটি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পরিচালনা করবেন বাংলাদেশের একজন জনপ্রিয় নির্মাতা। পশ্চিমবঙ্গের একটি অনলাইন পোর্টালের বরাতে জানা গেছে, এটি হতে পারে ‘তুফান’ সিনেমার সিক্যুয়েল ‘তুফান-২’। এর আগে মুক্তিপ্রাপ্ত ‘তুফান’ ছবিতে শাকিব খানের সঙ্গে দেখা গিয়েছিল কলকাতার মিমি চক্রবর্তীকে।
এদিকে শাকিব খান বর্তমানে মুম্বাইয়ে অবস্থান করছেন এবং সেখানে কলকাতার অভিনেত্রী ইধিকা পালের সঙ্গে ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছেন। শাকিব-ইধিকা জুটির আগের সিনেমা ‘প্রিয়তমা’ দারুণ প্রশংসা কুড়িয়েছিল দর্শকদের কাছে।
বর্তমানে দুই বাংলার তারকাদের একে অপরের সিনেমায় কাজ করা একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। বাংলাদেশি তারকা জয়া আহসান, মোশাররফ করিমসহ অনেকে কলকাতার সিনেমায় নিয়মিত অভিনয় করছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন যিশু সেনগুপ্তও।