দীর্ঘ ছয় বছর বিরতির পর ছোটপর্দায় আবারও ফিরে আসছে ভারতীয় জনপ্রিয় টিভি সিরিয়াল ‘সিআইডি’। দর্শকদের অন্যতম প্রিয় এই সিরিয়ালটি আগামীকাল ২৬ অক্টোবর থেকে পুনরায় সম্প্রচারিত হবে।
সম্প্রতি নির্মাতা বিপি সিং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি টিজার শেয়ার করেছেন, যা দেখে ‘সিআইডি’ ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
নতুন টিজারে দেখা গেছে, সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্র এসিপি প্রদ্যুম্ন আগের মতোই চৌকস ও সতর্ক অবস্থায় ধরা দিয়েছেন। কালো ওভারকোট ও ছাতা হাতে বৃষ্টিতে একটি পুলিশ গাড়ি থেকে নামছেন তিনি। এ দৃশ্য দেখে ভক্তদের মধ্যে পুরনো স্মৃতি জেগে উঠেছে। টিজারে এসিপি প্রদ্যুম্নের পাশাপাশি দয়া ও অভিজিতের ফিরে আসা, তাদের অ্যাকশনে ভরপুর কাহিনি ভক্তদের উত্তেজনা দ্বিগুণ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে টিজারটি দ্রুত ভাইরাল হয়। অনেকেই মন্তব্য করেছেন, এটি তাদের শৈশবের স্মৃতি ফিরিয়ে এনেছে। অন্য এক ভক্ত লিখেছেন, “চরম উত্তেজনা অনুভব করছি। শৈশবের প্রিয় সিআইডি আবারও ফিরেছে।”
‘সিআইডি’ ১৯৯৮ সালের ২১ জানুয়ারি প্রথমবার টিভির পর্দায় এসেছিল এবং ২০১৮ সালের ২৭ অক্টোবর শেষবারের মতো প্রচারিত হয়েছিল। টানা ২০ বছর ধরে চলা এ সিরিয়ালটির মোট ১৫৪৭টি পর্ব প্রচারিত হয়েছে, যা এটিকে ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদী সিরিয়ালের মর্যাদা দেয়। এবারও শিবাজী সত্যম, দয়ানন্দ শেঠি, আদিত্য শ্রীবাস্তবসহ পরিচিত মুখগুলো ‘সিআইডি’র নতুন শোতে অভিনয় করবেন।