ব্রিটিশ জনপ্রিয় গায়ক ও ‘ওয়ান ডিরেকশন’ ব্যান্ডের সাবেক সদস্য লিয়াম পেইন আর্জেন্টিনার বুয়েনস এইরেসে হোটেল দুর্ঘটনায় মারা গেছেন। গত ১৬ অক্টোবর হোটেলের বারান্দা থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে লিয়ামের বয়স হয়েছিল মাত্র ৩১ বছর।
আর্জেন্টিনার পুলিশ সূত্রে জানা গেছে, হোটেলের বারান্দা থেকে পড়ে গিয়ে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল, পাশাপাশি শরীরের ভেতরে ও বাইরে রক্তপাতও হয়েছে, যা তার মৃত্যুর প্রধান কারণ। লিয়াম পেইন হোটেলে একা অবস্থান করছিলেন এবং তার হোটেল রুমে তরল পদার্থ ও ভাঙা আসবাবপত্র পাওয়া গেছে।
লিয়ামের মৃত্যুতে সংগীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’-এর অন্যতম সদস্য হিসেবে তিনি ২০১০ সালে সংগীতজগতে যাত্রা শুরু করেন। ‘মিডনাইট মেমরিস’, ‘নো কন্ট্রোল’, ‘স্টিল মাই গার্ল’ এবং ‘নাইট চেঞ্জেস’ গানের জন্য তিনি অগণিত ভক্তদের মনে জায়গা করে নিয়েছিলেন।
লিয়াম পেইনের ব্যক্তিগত জীবনে সাত বছরের ছেলে বেয়ার গ্রে রয়েছে। গায়িকা চেরিল কোলের সঙ্গে তার সম্পর্ক থাকলেও তা ২০১৮ সালে ভেঙে যায়। ২০১৯ সালে মায়া হেনরির সঙ্গে তার নতুন সম্পর্ক শুরু হলেও ২০২২ সালে সেটিও বিচ্ছেদে রূপ নেয়।