এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, চিনি এবং তেলের দাম আরও বেড়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ বাড়াচ্ছে।
মালিবাগ কাঁচাবাজারের ব্যবসায়ী মিলন মিয়া জানান, ভারতীয় পেঁয়াজের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে প্রতি কেজি পেঁয়াজের দাম ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। গত সপ্তাহে পেঁয়াজের দাম ছিল ১১০ থেকে ১২০ টাকা, যা এখন বেড়ে ১৩০ থেকে ১৪০ টাকায় পৌঁছেছে।
শ্যামবাজারের আড়তদার জালাল উদ্দিন জানান, শীতের আগে দেশি পেঁয়াজ ফুরিয়ে আসায় এই সময়টাতে দাম বেড়ে যায়। ভারত থেকে আমদানি অব্যাহত থাকলেও সেই পেঁয়াজের উচ্চমূল্য কারণে তা সাধারণ ক্রেতাদের হাতে পৌঁছানো কঠিন হচ্ছে।
এদিকে চিনির বাজারেও একই ধরনের পরিস্থিতি দেখা গেছে। শুল্ক কমানো হলেও প্রতি কেজি খোলা ও প্যাকেট চিনির দাম ১৩০ থেকে ১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে চিনির সরবরাহ বাড়েনি বলে দাম কমানো সম্ভব হচ্ছে না।
সরকারি সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী, সয়াবিন ও পাম অয়েলের দাম প্রতি লিটারে ১ থেকে ২ টাকা বেড়েছে। বাজারে খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৭০ থেকে ১৭২ টাকায় এবং বোতলজাত তেল ১৬০ থেকে ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। পাঁচ লিটারের সয়াবিন তেল ৮০০ থেকে ৮১০ টাকায় পৌঁছেছে।