পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। তিনি পবিপ্রবির ৯ম ভিসি হিসেবে এ নিয়োগ পেয়েছেন।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা) মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে চার বছরের জন্য নিয়োগ প্রদান করার বিষয়টি জানানো হয়েছে।
পদে থাকাকালীন তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী ভাইস-চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
ড. রফিক ১৯৭৩ সালের ৩১ ডিসেম্বর বরিশাল সদরের বিআইপি রোডে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মরহুম কাজী আবদুল খালেক এবং মাতার নাম কাজী রাবেয়া বেগম।
তিনি ১৯৮৮ ইং সালে বরিশাল ব্যাপ্টিষ্ট মিশন স্কুল থেকে এসএসসি, ১৯৯০ সালে বরিশাল সরকারি বিএম কলেজ থেকে এইচএসসি, ১৯৯৪ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডিভিএম ডিগ্রি অর্জন করেন। ১৯৯৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাকোলজি বিষয়ে এম এস ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক রফিক জাপানের বিখ্যাত কাগওয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১২ সালে গ্যাস্ট্রো এন্ট্রোলজি এবং নিউরোলজি বিষয়ে এবং ২০১৪ সালে ফার্মাকোলজি বিষয়ের উপর পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম ২৭ অক্টোবর ২০০২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করে কর্মজীবন শুরু করেন। ২০০৪ সালের ২২ সেপ্টেম্বর সহকারী অধ্যাপক, ২০১১ সালের ২৪ মার্চ সহযোগী অধ্যাপক এবং ২০১৬ সালের ৭ জুলাই অধ্যাপক পদে পদোন্নতি পান।
তার শতাধিক জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রকাশিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলেন। আন্দোলনেও যোগদান করতে দেখা গিয়েছিল তাঁকে।
বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি, জাপানি, আরবি ও জার্মান ভাষায় পারদর্শিতা রয়েছে ড. কাজি রফিকুল ইসলামের।
তিনি ১৯৯৯ সালে আউটস্ট্যান্ডিং রেজাল্ট এর জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে চ্যান্সেলর গোল্ড মেডেল, ২০০৮ সালে জাপানের ২য় কাগওয়া বিশ্ববিদ্যালয় চিয়াংমাই বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট আন্তর্জাতিক সিম্পোজিয়ামে বেস্ট সাইন্টিফিক পোস্টার এওয়ার্ডসহ শতাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন।
নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘আমি নিয়োগপত্র হাতে পেয়েছি। খুব দ্রুতই যোগদান করবো।’
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২২ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও কোষাধ্যক্ষ। ফলে একাডেমিক কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দপ্তর স্থবির হয়ে পড়ায় ভিসি নিয়োগের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করেছে শিক্ষার্থীরা।