সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে করতে প্রস্ততিমুলক সভা করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
বুধবার ( ২৫ সেপ্টেম্বর ) সকালে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোতাচ্ছেম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল উদ্দীন, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সরকারি বিভিন্ন দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা।
সভায় জানানো হয়, এ বছর জেলায় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে ৪৩টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মন্ডপের নিরাপত্তায় জেলা, উপজেলা ও থানা প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। যেকোনো মূল্যে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে করতে বর্তমান সরকার ও প্রশাসন বদ্ধপরিকর।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘রাঙামাটির প্রত্যেকটি পূজা মন্ডপে সুন্দরভাবে দুর্গা পূজা উদযাপনের জন্য প্রশাসন সর্বদা সহায়তা করবে। আপনারাও নিজ উদ্যোগে পূজামন্ডপগুলোর নিরাপত্তার ব্যবস্থা করবেন।’
পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে আয়োজন করতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।