আসন্ন বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের জন্য বাংলাদেশ প্রস্তুত থাকলেও এখনো কোনো উত্তর দেয়নি দিল্লি। তবে শীঘ্রই এ বৈঠক নিয়ে ভারতের দিক থেকে ইতিবাচক সাড়া আসার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।
মঙ্গলবার (২৫ মার্চ) প্রধান উপদেষ্টার আসন্ন চীন ও থাইল্যান্ড সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, “যে কোনো দেশের সঙ্গে শীর্ষ পর্যায়ের বৈঠককে আমরা গুরুত্বপূর্ণ মনে করি। ভারতের সঙ্গে আমাদের বর্তমান সম্পর্কের প্রেক্ষাপটে এই বৈঠকটি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। আমরা আশা করছি, এটি অনুষ্ঠিত হলে দ্বিপক্ষীয় সম্পর্কে যে স্থবিরতা তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে সহায়ক হবে।”
তিনি আরও বলেন, “আমাদের দিক থেকে বলতে পারি, আমরা এই বৈঠকের জন্য প্রস্তুত আছি। ভারতের দিক থেকে আমরা ইতিবাচক উত্তরের অপেক্ষায় আছি।”
ইউনূস-মোদি বৈঠকের বিষয়ে ভারত এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের এক বৈঠকে বলেছেন, ড. ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদির বৈঠক আয়োজনে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করা হচ্ছে।
এদিকে, ভারতের কিছু সংবাদমাধ্যমে সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, বিমসটেক সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে সৌজন্য সাক্ষাৎ হতে পারে, তবে কাঠামোগত দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা কম। কারণ, ভারত মনে করছে, এই ধরনের আলোচনা চালানোর জন্য এখনো উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি।
পর্যবেক্ষকরা মনে করছেন, ইউনূস-মোদি বৈঠক হলে বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে ভারত এ বৈঠক নিয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত না জানানোয়, বিষয়টি অনিশ্চিত রয়ে গেছে।