“তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে।
বেলা ১১টায় উপজেলার পার্শ্ববর্তী এলাকাসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান করা হয়।
পরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হকের সভাপতিত্বে কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, পৌরসভার প্রকৌশলী মো. শাহিনুজ্জামান, সচিব জহির উদ্দিন, শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী প্রদীপ মজুমদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।