অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) জানিয়েছেন, ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধ করার মূল উদ্দেশ্যে ইলন মাস্কের স্টারলিংককে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হচ্ছে।
শফিকুল আলম লিখেছেন, “ইলন মাস্কের স্টারলিংককে বাংলাদেশে আমন্ত্রণ জানানো এবং তা চালু করার মূল কারণ হচ্ছে ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধ করা।”
তিনি আরও উল্লেখ করেন যে, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ১৬ বছরের শাসনকালে বিক্ষোভ দমন বা বিরোধী আন্দোলন দমনের জন্য বিভিন্ন সময়ে ইন্টারনেট শাটডাউন চালু করেছিল। এই ব্যবস্থার ফলে লাখো ফ্রিল্যান্সার ও ছোট ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন; কেউ কেউ তাদের চুক্তি ও চাকরি চিরতরে হারিয়ে ফেলেছেন।
শফিকুল আলমের মতে, স্টারলিংকের আগমনের ফলে ভবিষ্যতে কোনো সরকারই ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ করতে পারবে না। এই নতুন প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করবে যে, নিদেনপক্ষে বিপিও প্রতিষ্ঠান, কল সেন্টার ও ফ্রিল্যান্সাররা এমন কোন প্রয়াসে ক্ষতিগ্রস্ত হবেন না।
এই মন্তব্যটি দেশের রাজনৈতিক ও প্রযুক্তিগত পরিমণ্ডলে এক নতুন দিক উন্মোচন করছে। সমালোচকরা মনে করছেন, স্টারলিংকের আগমন দেশের ডিজিটাল অবকাঠামোকে আন্তর্জাতিক মানে উন্নীত করবে এবং জনগণের তথ্যপ্রাপ্তির অধিকারকে আরও নিরাপদ করবে। তবে, এ উদ্যোগের প্রভাব ও কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসতে কিছু সময় লাগতে পারে।