ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও পার্শ্ববর্তী রাজ্য ওড়িশায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে বঙ্গোপসাগরে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ভলকানো ডিসকভারি।
সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল বঙ্গোপসাগরে, যা কলকাতা থেকে প্রায় ২১৬ কিলোমিটার দূরে অবস্থিত। ১০ কিলোমিটার গভীরতার (৬ মাইল) এ ভূমিকম্প অগভীর হওয়ায় কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায় কম্পন তুলনামূলকভাবে বেশি তীব্রভাবে অনুভূত হয়। পশ্চিমবঙ্গ ও ওড়িশার পাশাপাশি ভারতের অন্যান্য পার্শ্ববর্তী অঞ্চলেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
ভলকানো ডিসকভারির প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, কলকাতার নিকটবর্তী এলাকাগুলোতে ভূমিকম্পের কারণে কম্পনের প্রাথমিক অযাচাইকৃত কিছু প্রতিবেদন তারা পেয়েছে। তবে ভূমিকম্পের তীব্রতা বা গভীরতা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। সামনের সময়ে জাতীয় বা আন্তর্জাতিক সিসমোলজিক্যাল এজেন্সি থেকে আরও সঠিক বৈজ্ঞানিক তথ্য আসার পর চূড়ান্ত তথ্য প্রকাশ করা হবে।
সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকাতেও সামান্য কম্পন অনুভূত হতে পারে। যদিও এ বিষয়ে এখনও কোনো সরাসরি তথ্য বা প্রত্যক্ষ প্রমাণ মেলেনি। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পটি অগভীর হওয়ায় তীব্রতা বেশি হলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তুলনামূলক কম। তবুও স্থানীয় কর্তৃপক্ষ ও নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।
ভূমিকম্পের কারণে পশ্চিমবঙ্গ ও ওড়িশার কিছু অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য যেকোনো প্রয়োজনে দ্রুত সাড়া দিতে প্রস্তুত রয়েছে।