পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আজিদা পারভীন পাখিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সারুটিয়া গ্রামের নিজ বাসা থেকে পাবনা ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত পাখি পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের একটি বিস্ফোরক মামলার আসামি ছিলেন।
আওয়ামী লীগ নেত্রী পাখি সাবেক এমপি মকবুল হোসেনের অত্যন্ত আস্থাভাজন হওয়ার সুবাদে দুইবার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, চাটমোহর উপজেলার হান্ডিয়ালের একটি বিস্ফোরক মামলার অন্যতম আসামি ছিলেন পাখি। রাতে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। শনিবার (২৫ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেল হাজতে পাঠানো হয়।