আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নবনির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর স্বাক্ষরে সম্প্রতি দলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় সম্পাদকীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সর্বমোট ১০২ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সাতজন ভাইস চেয়ারম্যান, ১০ জন যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদ ও দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।
দলের গঠনতন্ত্র অনুযায়ী, ১৯ জানুয়ারি দলের নির্বাচিত নির্বাহী পরিষদের প্রথম সভায় দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর আগে, দলের চেয়ারম্যান নির্বাহী পরিষদে তিনজনকে মনোনয়ন দেন, তারা হলেন—ব্যারিস্টার নুরুল গাফ্ফার (ইউকে), সিদ্দিকুর রহমান (চট্টগ্রাম) এবং অ্যাডভোকেট সানোয়ার হোসেন (জামালপুর)।
নতুন কমিটিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। কমিটিতে অনেক নতুন নেতৃত্ব উঠে এসেছে, বিশেষ করে আটজন নেতাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও, সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে আটজন নেতাকে যারা সংগঠন তত্ত্বাবধানের জন্য দায়িত্বে থাকবেন ৮টি বিভাগে।
দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে নতুনভাবে দায়িত্বে আসা সদস্যরা তাদের কর্মপরিকল্পনা জানিয়ে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়নের জন্য একটি সম্পাদকীয় ও উপসম্পাদকীয় পদে দু’জন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।”
নারীদের অন্তর্ভুক্তি এবারের কমিটিতে আগের চেয়ে বেড়েছে এবং তৃণমূলের বেশ কয়েকজন নেতাকে মূল সম্পাদকীয় পদে দায়িত্ব দেওয়া হয়েছে, যা দলের মধ্যে যথেষ্ট উদ্দীপনা সৃষ্টি করেছে। এছাড়াও, শ্যাডো কেবিনেটের আদলে এবার কিছু বিভাগীয় দায়িত্ব দেওয়া হয়েছে। শ্যাডো কার্যক্রমবিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে দলের তরুণ নেতা ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমানকে, যিনি এই বিষয়টির তত্ত্বাবধান করবেন।
দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জানান, প্রবীণ ও নবীনের সমন্বয়ে গঠিত এই কমিটি শিগগিরই কাজ শুরু করবে এবং দলের মধ্যে ব্যাপক গতিশীলতা তৈরি হবে বলে তারা আশা করেন।
তারা বলেন, “গঠনতন্ত্র মেনে কার্যক্রম পরিচালিত হলে দলের মধ্যে একটি সুশৃঙ্খল ঐতিহ্য সৃষ্টি হবে।”