বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিগত সাড়ে ১৫ বছরে বাংলাদেশে সংঘটিত সকল হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হচ্ছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। তিনি বলেন, “জুডিশিয়াল কিলিং, ভোট ডাকাতি, নিরপরাধ মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানিসহ সকল মানবতাবিরোধী কর্মকাণ্ড শেখ হাসিনার নির্দেশে সংঘটিত হয়েছে।”
শনিবার (২৫ জানুয়ারি) ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় গোলাম পরওয়ার এসব মন্তব্য করেন।
তিনি দাবি করেন, “নির্বাচনের আগে সকল মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পন্ন করতে হবে। জামায়াত নেতাদের জুডিশিয়াল কিলিংয়ের বিচারও করতে হবে।”
গোলাম পরওয়ার ভোলার স্থানীয় দাবিগুলো তুলে ধরে বলেন, “ভোলার গ্যাস ভোলার ঘরে ঘরে সংযোগ দিতে হবে এবং ভোলা-বরিশাল সেতু নির্মাণ করতে হবে। এছাড়াও মনপুরা দ্বীপের জন্য বিদ্যুৎ সংযোগসহ ভোলায় মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।”
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে এই দাবিগুলো বাস্তবায়ন হবে।
তিনি আরও বলেন, “আমরা গণতান্ত্রিক উপায়ে নির্বাচন চাই, তবে নির্বাচন সংশ্লিষ্ট বিভাগগুলো সংস্কার না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জামায়াত মনে করে, আগামী ছয় মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করা সম্ভব এবং এরপর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত।”
এসময় মিয়া গোলাম পরওয়ার ফ্যাসিবাদী ভাষার সমালোচনা করেন এবং বলেন, “বাংলাদেশের জনগণ কখনোই ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না। আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবার ঐক্য প্রয়োজন।”