ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ভৈরবে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৪০ সুনামগঞ্জ পৌরসভার বিভিন্ন সরস্বতী পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আনোয়ার বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক সরস্বতী পূজা পরিদর্শন মির্জাপুরে তৃতীয়বারের মতো অভিযান চালিয়ে ৭ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন নীলফামারীতে হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা অনুষ্ঠিত ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ভারতীয় কম্বলসহ কাভার্ড ভ্যান জব্দ ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগের কুমিল্লা জোন উদ্বোধন নরসিংদীর বাবুরহাটে কিশোরী হত্যার রহস্য উদঘাটন, ১০ লাখ টাকা উদ্ধারসহ ৪ আসামী আটক নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে পুনাক মেলা ২০২৫ শুরু মাঠের পানি নিষ্কাশনের কালভার্ট বন্ধ করে অবৈধভাবে পুকুর খনন সালমান-আনিসুল-দীপু মনিসহ ৯ আসামি রিমান্ডে  চলমান আন্দোলনের মধ্যে তিতুমীর কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

সিটি করপোরেশন-পৌরসভা-ইউপি নির্বাচন করতে পারবেন সরকারি চাকরিজীবীরা

সিটি করপোরেশন, পৌরসভা, এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পদে সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। এই সুপারিশ চূড়ান্ত করতে কমিশন মাঠপর্যায়ে মতামত গ্রহণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করেছে। এখন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হচ্ছে, যা ফেব্রুয়ারির শেষ দিকে জমা দেওয়ার আশা করা হচ্ছে।

কমিশন সূত্র জানায়, ইউনিয়ন পরিষদের সদস্যরা ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচন করবেন এবং চেয়ারম্যান পদে প্রার্থী হতে হলে স্নাতক ডিগ্রি বা সমমানের যোগ্যতা থাকতে হবে। এছাড়া সিটি করপোরেশন ও পৌরসভায় সরাসরি ভোটে মেয়র নির্বাচিত হতে পারবেন না, কাউন্সিলরদের ভোটের মাধ্যমে মেয়র নির্বাচিত হবে।

এছাড়া ইউপি সদস্যদের মধ্যে একজন সভাধ্যক্ষ নির্বাচিত হবে এবং তাকেও স্নাতক ডিগ্রিধারী হতে হবে। নতুন সুপারিশ কার্যকর হলে, নিরক্ষর বা অল্প শিক্ষিতরা আর স্থানীয় সরকারের নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এতে প্রভাবশালী ও অদক্ষ প্রার্থীদের বিজয়ী হওয়ার পথ বন্ধ হবে এবং শিক্ষিত ব্যক্তিরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন।

স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং কমিশনের প্রধান ড. তোফায়েল আহমদ বলেন, “সারা দেশ থেকে সাধারণ মানুষের সবচেয়ে বড় অভিযোগ ছিল, দল, পেশিশক্তি এবং অর্থের কারণে শিক্ষিত লোকজন জনপ্রতিনিধি হতে পারতেন না। নিরক্ষর ব্যক্তিরা অনেক সময় নির্বাচনে জয়ী হতেন, কিন্তু এখন সেই সুযোগ বন্ধ হবে। আমাদের উদ্দেশ্য হল, শিক্ষিত ব্যক্তিরা জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে আগ্রহী হোন এবং নির্বাচনে জয়ী হয়ে আসতে পারেন।”

এ পরিবর্তনগুলি কার্যকর হলে স্থানীয় সরকার নির্বাচনে দক্ষ, শিক্ষিত এবং সৎ ব্যক্তিদের নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভৈরবে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৪০

Verified by MonsterInsights

সিটি করপোরেশন-পৌরসভা-ইউপি নির্বাচন করতে পারবেন সরকারি চাকরিজীবীরা

আপডেট সময় ০৭:৩২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

সিটি করপোরেশন, পৌরসভা, এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পদে সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। এই সুপারিশ চূড়ান্ত করতে কমিশন মাঠপর্যায়ে মতামত গ্রহণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করেছে। এখন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হচ্ছে, যা ফেব্রুয়ারির শেষ দিকে জমা দেওয়ার আশা করা হচ্ছে।

কমিশন সূত্র জানায়, ইউনিয়ন পরিষদের সদস্যরা ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচন করবেন এবং চেয়ারম্যান পদে প্রার্থী হতে হলে স্নাতক ডিগ্রি বা সমমানের যোগ্যতা থাকতে হবে। এছাড়া সিটি করপোরেশন ও পৌরসভায় সরাসরি ভোটে মেয়র নির্বাচিত হতে পারবেন না, কাউন্সিলরদের ভোটের মাধ্যমে মেয়র নির্বাচিত হবে।

এছাড়া ইউপি সদস্যদের মধ্যে একজন সভাধ্যক্ষ নির্বাচিত হবে এবং তাকেও স্নাতক ডিগ্রিধারী হতে হবে। নতুন সুপারিশ কার্যকর হলে, নিরক্ষর বা অল্প শিক্ষিতরা আর স্থানীয় সরকারের নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এতে প্রভাবশালী ও অদক্ষ প্রার্থীদের বিজয়ী হওয়ার পথ বন্ধ হবে এবং শিক্ষিত ব্যক্তিরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন।

স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং কমিশনের প্রধান ড. তোফায়েল আহমদ বলেন, “সারা দেশ থেকে সাধারণ মানুষের সবচেয়ে বড় অভিযোগ ছিল, দল, পেশিশক্তি এবং অর্থের কারণে শিক্ষিত লোকজন জনপ্রতিনিধি হতে পারতেন না। নিরক্ষর ব্যক্তিরা অনেক সময় নির্বাচনে জয়ী হতেন, কিন্তু এখন সেই সুযোগ বন্ধ হবে। আমাদের উদ্দেশ্য হল, শিক্ষিত ব্যক্তিরা জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে আগ্রহী হোন এবং নির্বাচনে জয়ী হয়ে আসতে পারেন।”

এ পরিবর্তনগুলি কার্যকর হলে স্থানীয় সরকার নির্বাচনে দক্ষ, শিক্ষিত এবং সৎ ব্যক্তিদের নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।