ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ফুলবাড়ীতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তার গ্রেপ্তার মৌলভীবাজারে বাবার হাতে ছেলে খুন, ঘাতক পিতা আটক মঠবাড়িয়ায় প্রধান শিক্ষক ও সভাপতির সাথে অশোভনীয় আচরণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে দিনে দুপুরে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে সিএনজিতে তুলে নিয়ে টাকা ছিনতাই জয়পুরহাটে ১৪৪ ধারা জারি ডিমলায় র‍্যাবের হাতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় মেয়াদোত্তীর্ণ মাছের খাবার বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা পাবনায় জামায়াতের অফিসে হামলা-ভাংচুরের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পাইকগাছার রাড়ুলী ইউপি চেয়ারম্যানের পদত্যাগ বদলগাছীতে ৮ হাজার ২শ ২০ বিঘা জমিতে সরিষা উৎপাদন সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খানের মতবিনিময়

অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের অভাব

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব শনিবার (২৫ জানুয়ারি) এক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে মন্তব্য করেছেন, দেশের অর্থনৈতিক খাত ধ্বংসের জন্য দায়ী এক শ্রেণির লোকজন বিদেশে অর্থ পাচার করে ভোগ করছে, অথচ তাদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

তিনি বলেন, “বিগত ১৫-১৬ বছর ধরে দেশের আর্থিক খাতে ব্যাপক ক্ষতি হয়েছে এবং পাচার হওয়া অর্থের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে না।”

বিচারক হিসেবে তিনি বলেন, “যতটুকু আমি এসব মামলা দেখছি, মনে হচ্ছে সেগুলোর মধ্যে গাফিলতি থেকে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “রাষ্ট্র কাঠামোর মধ্যে যে বিষয়গুলো বিচারাধীন, তা ঠিকভাবে নজরে আনা হচ্ছে না। ভেজাল ঔষধ কারখানার মতো বিষয়গুলো শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। সেদিন এক মামলায় একজনের সম্পদের হিসাব দেখলাম, ২৫০ কোটি টাকা, কিন্তু তার প্রকৃত সম্পত্তি দুই লাখ কোটি টাকার বেশি।” বিচারক এসব সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেন।

কনফারেন্সে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন এবং জুলাই বিপ্লবে শহীদদের স্মরণ করে বিচার কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

এছাড়া, ঢাকা অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহ ‘আইনের ব্যত্যয় এবং উত্তরণের উপায়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। কনফারেন্সে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী, ঢাকা আইনজীবী সমিতির এডহক কমিটির সভাপতি খোরশেদ মিয়া আলম, সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, ডিএমপির ডিসি প্রসিকিউশন তারেক জুবায়ের প্রমুখ।

এতে পুলিশ-ম্যাজিস্ট্রেটরা ছাড়াও ঢাকা সিটির বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ীতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তার গ্রেপ্তার

Verified by MonsterInsights

অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের অভাব

আপডেট সময় ০৭:২২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব শনিবার (২৫ জানুয়ারি) এক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে মন্তব্য করেছেন, দেশের অর্থনৈতিক খাত ধ্বংসের জন্য দায়ী এক শ্রেণির লোকজন বিদেশে অর্থ পাচার করে ভোগ করছে, অথচ তাদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

তিনি বলেন, “বিগত ১৫-১৬ বছর ধরে দেশের আর্থিক খাতে ব্যাপক ক্ষতি হয়েছে এবং পাচার হওয়া অর্থের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে না।”

বিচারক হিসেবে তিনি বলেন, “যতটুকু আমি এসব মামলা দেখছি, মনে হচ্ছে সেগুলোর মধ্যে গাফিলতি থেকে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “রাষ্ট্র কাঠামোর মধ্যে যে বিষয়গুলো বিচারাধীন, তা ঠিকভাবে নজরে আনা হচ্ছে না। ভেজাল ঔষধ কারখানার মতো বিষয়গুলো শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। সেদিন এক মামলায় একজনের সম্পদের হিসাব দেখলাম, ২৫০ কোটি টাকা, কিন্তু তার প্রকৃত সম্পত্তি দুই লাখ কোটি টাকার বেশি।” বিচারক এসব সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেন।

কনফারেন্সে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন এবং জুলাই বিপ্লবে শহীদদের স্মরণ করে বিচার কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

এছাড়া, ঢাকা অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহ ‘আইনের ব্যত্যয় এবং উত্তরণের উপায়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। কনফারেন্সে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী, ঢাকা আইনজীবী সমিতির এডহক কমিটির সভাপতি খোরশেদ মিয়া আলম, সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, ডিএমপির ডিসি প্রসিকিউশন তারেক জুবায়ের প্রমুখ।

এতে পুলিশ-ম্যাজিস্ট্রেটরা ছাড়াও ঢাকা সিটির বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।