সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী গত এক সপ্তাহে দেশটির বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানিয়েছে, ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত নিরাপত্তা বাহিনীর যৌথ নিরাপত্তা অভিযানে ১৯ হাজার ৬৯৬ জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়।
এই অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ হাজার ৩৩৬ জন রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী, ৫ হাজার ১৭৬ জন সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনকারী এবং ৩ হাজার ১৮৪ জন শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছেন। এছাড়া, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় ১ হাজার ৫৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৩২ শতাংশ ইয়েমেনি নাগরিক, ৬৫ শতাংশ ইথিওপিয়ান নাগরিক এবং তিন শতাংশ অন্যান্য জাতির নাগরিক।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার এই ধরনের আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। দেশটির আইন অনুযায়ী, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা করার জন্য ব্যক্তিকে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে।
এছাড়া মন্ত্রণালয় জানায়, এই অভিযানগুলো সৌদি আরবের সীমান্ত সুরক্ষা এবং শ্রম বাজারে আইন-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের পক্ষ থেকে প্রবাসী শ্রমিকদের বৈধভাবে কাজ করতে উৎসাহিত করা হচ্ছে এবং যারা আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।