ঝিনাইদহ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) বিকালে সেনাবাহিনী তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠায়। গ্রেপ্তারকৃতদের একজন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
গ্রেপ্তারকৃতরা হলেন ফাইম হাসান সনি এবং মুস্তাকিম আহমেদ, যারা যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থী এবং ক্যাম্পাসে ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন।
ফাইম হাসান সনি ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা থাকায় সেনাবাহিনী অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করে। ঝিনাইদহ থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সেনাবাহিনী বিশ্ববিদ্যালয়ে এসে গ্রেপ্তারি পরোয়ানা দেখিয়ে ফাইম হাসান সনি ও মুস্তাকিম আহমেদকে গ্রেপ্তার করে।
বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমীন বলেন, “গ্রেপ্তারের সময় অভিযুক্তদের পরীক্ষা চলছিল। পরীক্ষা শেষে সেনাবাহিনী তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়।”
ফাইম হাসান সনি ২০২২ সালের ১২ অক্টোবর ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে দায়ের করা একটি ট্রিপল মার্ডার মামলার আসামি ছিলেন। ওই মামলায় তিনি জামিনে মুক্ত ছিলেন বলে জানা গেছে।