বছরের প্রথম দিন অর্থাৎ ১লা জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে বলে নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন।
মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘পয়লা জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের সবাই নতুন বছরের বই পাবে। বইয়ের মানের ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। কর্ণফুলী পেপার মিলের মতো ভালো মানের কারখানার কাগজ দিয়ে এবার বই ছাপা হবে।’
অন্য বছরের মতো আগামী বছরও বই উৎসব হবে কি না, তা নিশ্চিত করেননি অর্থ উপদেষ্টা।
তিনি জানান, ‘মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন বইয়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’