যেকোনো পরিস্থিতিতে ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সেনাপ্রধান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সেনাপ্রধান জেনারেল ওয়াকের-উজ-জামান জা্নিয়েছেন, আগামী ১৮ মাসের মধ্যে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সে জন্য দেশে প্রধান প্রধান সংস্কার সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) নিজ অফিসে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিরল এক সাক্ষাৎকারে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন সেনাপ্রধান।
ড. ইউনূস সম্পর্কে সেনাপ্রধান বলেন, ‘যেকোনো পরিস্থিতিই আসুক না কেন, আমি তাঁর লক্ষ্য অর্জনে তাঁর পাশে থাকবো।’ সাক্ষাৎকার প্রদানের সময় সামরিক পোশাকে ছিলেন ওয়াকার-উজ-জামান।
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তাঁর খুব ভালো সম্পর্ক রয়েছে উল্লেখ করে সেনাপ্রধান জানান, ‘প্রতি সপ্তাহে তাঁরা একবার বৈঠক করেন। বিক্ষোভের পরে দেশে স্থিতিশীলতা ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন এবং সেনাবাহিনী প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে বলে জানান তিনি।
তিনি বিশ্বাস রেখে বলেন, ‘আমরা যদি একসঙ্গে কাজ করি তবে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই।’
অন্তর্বর্তী সরকারের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘আমি তাঁর পাশে থাকবো, যাই হোক না কেন। যাতে তিনি তাঁর মিশন সম্পন্ন করতে পারেন।
সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় মন্তব্য করে সেনাপ্রধান জানান, ‘দীর্ঘ মেয়াদে সেনাবাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে চান তিনি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সশস্ত্র বাহিনী বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করে যা মূলত প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকে। সরকারের চলমান সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে এ বিষয়ে নজর দিতে পারে।’
প্রসঙ্গত, গত জুলাই ও আগস্টে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন সরকারবিরোধী গণঅভ্যুত্থানে রূপ নিলে একপাশে সরে দাঁড়ান জেনারেল ওয়াকের-উজ-জামান ও তার সেনারা। এতেই ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা ও তার সরকারের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। পরে ৫ আগস্ট ছাত্র জনতার গণভবন অভিমুখে লংমার্চ শুরু করলে হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন এই সরকার দেশের প্রধান প্রধান খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে। এমন অবস্থায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের এই সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।