ময়মনসিংহে র্যাবের অভিযানে ২৫৩ বোতল বিদেশি মদ ও মদ পরিবহনে পিকআপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
নগরীর শম্ভুগঞ্জ রঘুরামপুর টানপাড়া চালতাগাছ মাঠ সংলগ্ন নেত্রকোণা-শেরপুর বাইপাস রোডে চেকপোস্ট পরিচালনা করে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এ বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. ইয়াছিন। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ২০ লাখ ৭০ হাজার টাকা।

র্যাব-১৪, সিপিএসসি কোম্পানির মিডিয়া অফিসার জুয়েল চাকমা জানান, পিকআপ ভর্তি বিপুল পরিমাণ বিদেশী মদের চালান শেরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে এ ধরনের খবরে র্যাব-১৪, ময়মনসিংহের অধিনায়কের নির্দেশে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানীর একটি দল সোমবার সকালে শম্ভুগঞ্জ রঘুরামপুর টানপাড়া চালতাগাছ মাঠ সংলগ্ন নেত্রকোণা শেরপুর বাইপাস রোডে চেকপোস্ট পরিচালনা করে। অভিযানে পিকআপভর্তি (২৫৩ বোতল) বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী মো. ইয়াছিনকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীর বাড়ি শেরপুরের নালিতাবাড়ী।
