কক্সবাজারে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটিতে দুর্বৃত্তদের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। বিমানবাহিনী ঘাঁটির সংলগ্ন সমিতিপাড়ার কিছু দুর্বৃত্ত এই হামলায় জড়িত বলে জানা গেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, কক্সবাজার বিমানবাহিনী ঘাঁটির সংলগ্ন সমিতিপাড়ার কিছু দুর্বৃত্ত বিমানবাহিনী ঘাঁটির ওপর অতর্কিত হামলা চালিয়েছে। বাংলাদেশ বিমানবাহিনী এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া, এই হামলার উদ্দেশ্য কী ছিল বা কারা এর পেছনে রয়েছে, সেটিও এখনো জানা যায়নি।