রাসূল (সা.) কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা ও হাসান গালিবের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি এবং র্যাব কর্মকর্তা ধর্ষক আলেপের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল করে সর্বস্তরের জনতা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদি মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ফয়সাল প্রিন্স, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আশরাফ আলী সোহান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাসুদুল হাসান রনি, মাহমুদুর হাসান নাদিম প্রমুখ। আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আনদোলনের অন্যতম যুগ্ন আহবায়ক সাঈফ আব্দুল্লাহ মানার।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা ও হাসান গালিবকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে ফাঁসি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরো বলেন, আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে ধর্ষকরা নির্ভয়ে একের পর ধর্ষণ করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। ডাকাতি ও ছিনতাই আশঙ্কাজনকভাবে বেড়েছে সারাদেশে। এর প্রতিবাদে আজকে আমরা সকল বিপ্লবীরা একত্রিত হয়েছি।
সাবেক র্যাব কর্মকর্তা ধর্ষক আলেপসহ সকল ধর্ষকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। সমাজের সব ক্ষেত্রে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বক্তাগণ।
আস্সালামুআলাইকুম।
সকল প্রশংসা আল্লাহর জন্য।
আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তি অপমানমূলক বাক্য গালি দেওয়া রাখাল রাজা ওরফে সাজিদুর রহমান ফরহাদ মজার ও সোহেল হাসান কুখ্যাত গালিবকে
অনতি বিলম্বে দূরত্ব গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির ফাঁসি কার্যকর করতে হবে
সুতরাং আমি বলতে চাই প্রশাসনিক ভাইদেরকে তারা যেন খুব দ্রুত কুলাংকার গালিবকে গ্রেফতার করে।