চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছানোর জন্য বাংলাদেশের সামনে এখন কঠিন সমীকরণ দাঁড়িয়েছে। ভারতের বিপক্ষে পরাজয়ের পর মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তদের দলকে বাকি দুই ম্যাচে জয় পেতে হবে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের বিপক্ষে এবং বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দু’টি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্ভাব্য সমীকরণগুলো হলো:
১. দুই ম্যাচেই জয়: বাংলাদেশ যদি নিউজিল্যান্ড ও পাকিস্তান—উভয় দলের বিপক্ষে জয় পায়, তবে তাদের পয়েন্ট হবে ৪। এতে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা জোরালো হবে।
২. এক ম্যাচে জয়, এক ম্যাচে পরাজয়: এ ক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হবে ২। তখন সেমিফাইনালে ওঠা নির্ভর করবে অন্যান্য দলের ফলাফল ও নেট রান রেটের ওপর।
৩. দুই ম্যাচেই পরাজয়: এ পরিস্থিতিতে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যাবে।
অন্যদিকে, পাকিস্তান ইতোমধ্যে দুই ম্যাচে পরাজিত হয়ে সেমিফাইনালে ওঠার জন্য বাংলাদেশের পারফরম্যান্সের ওপর নির্ভরশীল। বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারায় এবং পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে জয় পায়, তবে তিন দলের পয়েন্ট সমান হবে। সেক্ষেত্রে নেট রান রেট নির্ধারক ভূমিকা পালন করবে।
সুতরাং, বাংলাদেশের জন্য আজকের নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ‘ডু অর ডাই’ পরিস্থিতি। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয় পাওয়া অত্যাবশ্যক।