বাহাত্তরের সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের অপসারণের দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবনির্বাচিত আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, “বাহাত্তরের সংবিধান বাতিল করে নতুন সংবিধান লিখতে হবে যেখানে গণঅভ্যুত্থানের স্পিরিট প্রাধান্য পাবে।” তিনি আরও বলেন, “যদি বাহাত্তরের সংবিধান থাকলে রাজনৈতিক সংকট দূর হবে না। এই সংবিধানই ফ্যাসিবাদের কাঠামো প্রতিষ্ঠা করেছে।”
হাসনাত আব্দুল্লাহ সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, “যারা সাংবিধানিক ধারার দোহাই দিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে তার পদে দেখতে চান, তারা নিজেদের অবস্থান স্পষ্ট করুন। গণঅভ্যুত্থানের পক্ষে যারা, তারা বাহাত্তরের সংবিধানের পক্ষে থাকতে পারেন না।”
বঙ্গভবন ঘেরাওয়ের বিষয়ে তিনি বলেন, “আমাদের দাবি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ। আমরা সহিংস আন্দোলন চাই না। আমাদের সংগঠনকে সমর্থন করুন।”
হাসনাত আব্দুল্লাহ ছাত্রলীগকে একটি জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করে তাদের নিষিদ্ধ করার দাবি জানান। “আমরা অনতিবিলম্বে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানাই,” বলেন তিনি।
এর আগে, মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ করে। সেখানে ছাত্রনেতারা চলতি সপ্তাহের মধ্যে পাঁচ দফা দাবি তুলে ধরেন।