দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দেয়া ৮ বছরের কারাদণ্ড বাতিল করে তাকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২৩ অক্টোবর) বিচারপতি কামরুল হোসেন মোল্লার নেতৃত্বাধীন একক বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বাবরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির।
২০২১ সালের ১২ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৭ বাবরকে দুর্নীতির মামলায় ৮ বছরের কারাদণ্ড দেন। পরবর্তীতে বাবর এই রায়ের বিরুদ্ধে আপিল করেন। ২০০৮ সালের জানুয়ারিতে রমনা থানায় দুদকের করা অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। অভিযোগপত্রে তার বিরুদ্ধে ৭ কোটি ৫ লাখ টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগ আনা হয়েছিল।
লুৎফুজ্জামান বাবর ২০০৭ সাল থেকে কারাগারে আছেন। তিনি ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা এবং ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।