বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠী গ্রামে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
শনিবার (২২ মার্চ) দুপুরে সত্তার খান একটি মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। আর এই দুঃখজনক ঘটনার রেশ কাটিয়ে ওঠার আগেই ঘটে যায় আরেকটি হৃদয়বিদারক ঘটনা। ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বকুল বেগম তার ভাইকে শেষবারের মতো দেখতে এসে স্ট্রোক করে মারা যান।
সত্তার খান ছিলেন ক্ষুদ্রকাঠী এলাকার মেসার্স খান ব্রিকসের স্বত্ত্বাধিকারী। তার বড় বোন, লুৎফুন নেছা বকুল ছিলেন খানপুরা গ্রামের মরহুম আনসার আলী মোল্লার স্ত্রী এবং রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামের মমতাময়ী মা।
একই পরিবারের ভাই-বোনের এমন শোকাবহ মৃত্যুতে উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী ও খানপুরা গ্রামের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা এবং গ্রামবাসীরা একত্রিত হয়ে তাদের জন্য শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।
শোকের এই আবহে সত্তার খান ও বকুল বেগমের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে এবং তাদের দাফনের প্রক্রিয়া পারিবারিক কবরস্থানে চলছে। এমন দু’টি অকাল মৃত্যু একটি পরিবারের জন্য অত্যন্ত দুঃখজনক এবং স্মরণীয় হয়ে থাকবে। পরিবারসহ পুরো গ্রামবাসী এই শোকের ভার বহন করছেন এবং তাদের প্রার্থনা রয়েছে মৃতদের আত্মার শান্তি কামনায়।