পাবনার ভাঙ্গুড়া উপজেলার একমাত্র সংবাদপত্র এজেন্ট শ্রী দুলাল কুমার দাস এর ছোট ভাই শ্রী স্বপন চন্দ্র দাসের স্ত্রী মিতা রাণী দাস (৩৮) পরলোকগমন করেছেন।
গতকাল বুধবার (২২ জানুয়ারি) বেলা তিনটার দিকে পৌরসভার ভাঙ্গুড়া বাজারের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বুধবার রাত ১১টায় ভাঙ্গুড়া কেন্দ্রীয় মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। দুই ছেলে, স্বামীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ভাঙ্গুড়া প্রেসক্লাব সভাপতি অধ্যাপক (অব.) মাহবুব উল আলম বাবলু ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান ফারুক মিতা রাণী দাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।