বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম সাইবার বুলিংয়ের অভিযোগ তুলে ফেসবুকের দু’টি পেজের বিরুদ্ধে মামলা করেছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) তিনি রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, “ফেসবুকে সারজিস আলমকে নিয়ে আজেবাজে মন্তব্য করার কারণে তিনি মামলা করেছেন। সাইবার ক্রাইম বিভাগের মাধ্যমে তদন্ত চলছে। মামলার সঙ্গে সংশ্লিষ্ট ফেসবুক পেজের লিংক ও কিছু ছবি তিনি দিয়েছেন। এগুলোর যাচাইবাছাই করা হচ্ছে।”
মামলার এজাহারে সারজিস আলম উল্লেখ করেন, গত বুধবার সকাল ১১টা ২০ মিনিটে তিনি ফেসবুক লগইন করার পর দু’টি পেজ থেকে তার বিরুদ্ধে বানোয়াট তথ্য প্রকাশ করা হয়। “ডিপার্টমেন্ট অব বাকশাল, ইউনিভার্সিটি অব ঢাকা” এবং “ক্রিমিনালস ডিইউ” নামের ফেসবুক পেজ দু’টি তার একটি অব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের এডিটেড চ্যাট স্ক্রিনশট প্রকাশ করে পোস্ট আপলোড করে। ওই পোস্টে তার বিরুদ্ধে অসত্য ও মানহানিকর অভিযোগ করা হয়।
এছাড়া, সারজিস আরও অভিযোগ করেন যে, এ দু’টি পেজ থেকে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য, এডিটেড ছবি ও কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করা হচ্ছে। তিনি বলেন, এসব কর্মকাণ্ডের কারণে তার ব্যক্তিগত সম্মান এবং চরিত্রে অপূরণীয় ক্ষতি হয়েছে, যা তাকে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করেছে।
সারজিস আলমের মতে, এই ধরনের ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ প্রচারণা তাকে চরম মানহানির শিকার করেছে এবং তার পেশাগত ও সামাজিক অবস্থানকে ক্ষুণ্ণ করেছে।