জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, ফেব্রুয়ারির মধ্যে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
তিনি বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে রংপুরের কারমাইকেল কলেজে পীরগাছা ও কাউনিয়া উপজেলার শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।
আখতার হোসেন বলেন, জুলাই মাসে ঘটে যাওয়া অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এবং ‘জাতীয় নাগরিক কমিটি’ একত্রিত হয়ে একটি মধ্যমপন্থি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে যাচ্ছে। নতুন দলের লক্ষ্য হচ্ছে দেশবাসীকে একত্রিত করা এবং অপরাজনীতি থেকে বেরিয়ে আসা। তিনি বলেন, “আমরা দীর্ঘদিনের অপরাজনীতির বিপরীতে একটি নতুন রাজনৈতিক ভাষা নির্মাণের কাজ করছি। সেই ভাষার ওপর ভিত্তি করে দেশের মানুষকে একত্রিত করার চেষ্টা করছি।”
নতুন রাজনৈতিক দলটির নাম এখনও চূড়ান্ত হয়নি এবং বিভিন্ন জায়গা থেকে একশটিরও বেশি নাম প্রস্তাব পেয়েছে। দলের নাম চূড়ান্ত করার সময় জনগণের মতামত এবং দলের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে মিলে এমন একটি নাম নির্বাচন করা হবে। আখতার হোসেন জানান, ইতোমধ্যেই ২০০ থানা কমিটি গঠন করা হয়েছে এবং জানুয়ারির শেষ নাগাদ ৪০০ থানা কমিটি গঠনের পর ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এছাড়া, আখতার হোসেন জুলাই স্মৃতি ফাউন্ডেশন সম্পর্কে আমলাতান্ত্রিক জটিলতার কথা উল্লেখ করে বলেন, “জুলাই স্মৃতি ফাউন্ডেশন অনেকগুলো কাজ করেছে, তবে তারা সবার কাছে পৌঁছাতে পারেনি। কিছু আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে, যা থেকে তারা বেরিয়ে আসলে শহীদ পরিবার এবং আহতদের ন্যায্য পাওনা পৌঁছাতে পারবে।”
আখতার আরও বলেন, “সরকারের বিরুদ্ধে কোনো ধরনের জুলুম নির্যাতনের ঘটনা ঘটেনি। ছাত্রদের মধ্যে সরকারের তিনজন প্রতিনিধি আছেন, যারা তাদের কাজগুলো ভালোভাবে সম্পন্ন করছেন।”