ঢাকায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলাবাজারে বিক্রি ও মজুত করার সঙ্গে জড়িত চক্রের দুই সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। এই অভিযানে দুই ট্রাক ভর্তি বইও জব্দ করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) রাজধানীতে এই অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করবেন যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।
ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যে একটি অসাধু চক্র বাংলাবাজারের ইস্পাহানি গলির বিভিন্ন গোডাউনে প্রথম থেকে দশম শ্রেণির বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যবই বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করেছে। এই তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে ডিবি লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ড, বাংলাদেশ এর ১ম থেকে ৯ম শ্রেণির বিভিন্ন বিষয়ের প্রায় ১০ হাজার বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যবই জব্দ করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিরাজুল ও দেলোয়ার নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। জব্দকৃত বইয়ের আনুমানিক মূল্য আট লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে আটক ব্যক্তিরাসহ অন্য অবৈধ মজুতদারিরা বছরের শুরুতে নতুন পাঠ্যপুস্তক বিতরণে সরকারের আন্তরিক প্রচেষ্টাকে নস্যাৎ করার জন্য এবং আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে এই বইগুলো মজুত করে বিক্রি করে আসছিল।
আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এছাড়া, এই মজুতদারি চক্রের সঙ্গে জড়িত অন্যদের আটক করার জন্য ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।