ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
কারও জীবন নষ্ট করবেন না: মেহজাবীন চৌধুরী ইরান-ইসরায়েল সংঘাত: তেহরানের হামলার পর ইসরায়েলের পাল্টা আক্রমণের আশঙ্কা ভ্রমণ নিষেধাজ্ঞা উপেক্ষা করে লন্ডনে দাপিয়ে বেড়াচ্ছেন সাইফুজ্জামান মূল্যস্ফীতি মোকাবিলায় নীতি সুদহার ১০ শতাংশে উন্নীত করলো বাংলাদেশ ব্যাংক ঢাকা কলেজ শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগে ভিআইপি পরিবহনের ৩০টি বাস আটক চাঁদপুরে টাকা না পেয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক ঘেরাও করে তালা দিলো গ্রাহকরা জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পেতে আপিল পুনরুজ্জীবিত করেছে সুপ্রিম কোর্ট প্রবাসী সরকার গঠন ঘোষণার গুঞ্জন ভিত্তিহীন বলছেন আওয়ামী লীগ নেতারা রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৫২ এসআইকে অব্যাহতি: স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষমা চেয়ে ব্যারিস্টার সুমন বললেন, ‘সরি স্যার’
সংবাদ শিরোনামঃ
ভ্রমণ নিষেধাজ্ঞা উপেক্ষা করে লন্ডনে দাপিয়ে বেড়াচ্ছেন সাইফুজ্জামান মেয়র আতিকের এপিএস ফরিদের ভাই ফারুকের বিরুদ্ধে হুন্ডি ও অর্থপাচারের অভিযোগ মৌলভীবাজারের টেন্ডার নিয়ন্ত্রণ, কাজ না করে বিল উত্তোলন উপ-সহকারী প্রকৌশলীর দুদকের জালে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম অবশেষে দুর্নীতিপরায়ন স্থানীয় সরকার সচিব আবু হেনা মোর্শেদ জামান ওএসডি যশোরে পশুর হাটে চলছে লুটপাট, ইউএনও-র নামে মিথ্যা বিজ্ঞাপন তাকসিম সিন্ডিকেটের সুবিধাভোগীরা এখনো বহাল তবিয়তে শ্রীমঙ্গলে ইউপি সদস্যের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল আত্মসাতের অভিযোগ পাবনায় সাবেক ২ মেয়র ও কাউন্সিলরসহ ১৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

চাকরি হারাচ্ছেন প্রশিক্ষণরত ২৫২ এসআই

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিক্ষণরত ২৫২ জন পুলিশ কর্মকর্তা চাকরি হারাচ্ছেন। উপ-পরিদর্শক (এসআই) পদমর্যাদার এই পুলিশ কর্মকর্তাদের পর্যায়ক্রমে ‘ডিসচার্জ’ করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন একাডেমির অধ্যক্ষ ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাসুদুর রহমান ভুঞা।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে তিনি জানান, “প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের কারণে ২৫২ জনকে চাকরি থেকে ডিসচার্জ করা হচ্ছে। এটার প্রসেস চলছে। চিঠি ইস্যু হচ্ছে।”

পুলিশে এসআই পদে চাকরির জন্য প্রার্থীকে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। এছাড়া, কম্পিউটার চালানোর দক্ষতার ওপরও পরীক্ষা দিতে হয়। এসব ধাপ পেরিয়ে প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী ‘আউটসাইড ক্যাডেট’ হিসেবে সারদায় এক বছরের মৌলিক প্রশিক্ষণে অংশ নেন। এবারের আউটসাইড ক্যাডেট ব্যাচে মোট ৭০৪ জন ছিলেন।

সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে আউটসাইড ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এই পাসিং আউটের পর মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত এসআইদের পুলিশের বিভিন্ন ইউনিটে মাঠপর্যায়ে কাজে পাঠানো হয়, যেখানে এক বছর পূর্ণ হলে তাদের চাকরি স্থায়ী করা হয়।

জনপ্রিয় সংবাদ

কারও জীবন নষ্ট করবেন না: মেহজাবীন চৌধুরী

চাকরি হারাচ্ছেন প্রশিক্ষণরত ২৫২ এসআই

আপডেট সময় ০১:৩৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিক্ষণরত ২৫২ জন পুলিশ কর্মকর্তা চাকরি হারাচ্ছেন। উপ-পরিদর্শক (এসআই) পদমর্যাদার এই পুলিশ কর্মকর্তাদের পর্যায়ক্রমে ‘ডিসচার্জ’ করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন একাডেমির অধ্যক্ষ ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাসুদুর রহমান ভুঞা।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে তিনি জানান, “প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের কারণে ২৫২ জনকে চাকরি থেকে ডিসচার্জ করা হচ্ছে। এটার প্রসেস চলছে। চিঠি ইস্যু হচ্ছে।”

পুলিশে এসআই পদে চাকরির জন্য প্রার্থীকে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। এছাড়া, কম্পিউটার চালানোর দক্ষতার ওপরও পরীক্ষা দিতে হয়। এসব ধাপ পেরিয়ে প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী ‘আউটসাইড ক্যাডেট’ হিসেবে সারদায় এক বছরের মৌলিক প্রশিক্ষণে অংশ নেন। এবারের আউটসাইড ক্যাডেট ব্যাচে মোট ৭০৪ জন ছিলেন।

সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে আউটসাইড ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এই পাসিং আউটের পর মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত এসআইদের পুলিশের বিভিন্ন ইউনিটে মাঠপর্যায়ে কাজে পাঠানো হয়, যেখানে এক বছর পূর্ণ হলে তাদের চাকরি স্থায়ী করা হয়।