মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে উপজেলা, পৌর ও সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদ আলী, সাবেক জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন, পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমেদ, পৌর কমিটির সদস্য মোছাব্বির আলী মুন্না, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নূর ইসলাম, সাধারণ সম্পাদক জারু মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝারু, সদস্য সচিব মো. টিটু আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত কদর, পৌর যুবদলের আহ্বায়ক সোরোয়ার আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল আহমেদ, সদস্য সচিব তৈয়ব, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা রুমেল খান, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির, তাঁতি দলের সভাপতি সবুজ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল মুকিদ, ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদ, সদস্য সচিব রিমন আহমদ, ইউনিয়ন যুবদলের সভাপতি আজিজুল, ইউনিয়ন যুবদল নেতা কালু, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজন আহমেদ, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন মুন্না, কালাপুর ইউনিয়ন যুবদল নেতা শেখ জমশেদ আহমদ, কালাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ রুহিন আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সদস্য জুবেদ আহমদ প্রমুখ।
ইফতার মাহফিলে প্রধান অতিথি বলেন, “কিছু সুবিধাবাদী বিএনপি নেতা রয়েছেন, যারা আওয়ামী লীগের আমলে কোটি কোটি টাকার টেন্ডার বাণিজ্য করেছেন। এরা এখন বিএনপি হয়ে গেছেন। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।”