বেনাপোলে প্রভাতি সংঘের নবনির্বাচিত সদস্যরা অসহায় দরিদ্র এবং পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুর নেতৃত্বে এ ইফতার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (২২ মার্চ) বিকাল ৫টা ৩০ মিনিটের সময় প্রভাতি সংঘের নিজ কার্যালয়ে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. আছাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি মো. মাহামুদুল হাসান শাহিন, দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম আসাদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. বদরুজ্জামান, সহঃ ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. মিজানুর রহমান, পাঠাগার ও সমাজকল্যাণ সম্পাদক মো. ইউনুছ আলী, সহঃ পাঠাগার ও সমাজকল্যাণ সম্পাদক মো. আ. হান্নান, সদস্য (নির্বাচিত): মো. মফিজুর রহমান পিন্টু ও মাহফুজুল হক সোহাগ।