মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পূর্ব শক্রতার জেরে সৎ ভাই, বোন এবং ভ্রাতুসপুত্রদের পৃথক হামলায় নিহত মো. হাসান মিয়া (২০) ও তার মা মায়া বেগম (৬০) হত্যা ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল না করায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জকে (ওসি) কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন মৌলভীবাজার অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক।
আদালতের গত ২৯ অক্টোবর ২০২৪ তারিখে প্রেরিত আদেশের প্রেক্ষিতে এই ঘটনায় তদন্ত প্রতিবেদন না পাঠানোয় গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আদালত এ আদেশ প্রদান করেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলের রাজঘাট চা বাগানের লাল টিলা বস্তির চৈতন মুন্ডার বাড়িতে হাসান মিয়ার উপর প্রকাশ্যে আক্রমণ চালানো হয়, ফলে তিনি গুরুতর আহত হন। ঘটনার ১৫ দিন পর সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসান মারা যান। অপরদিকে, একই বছরের ১৫ নভেম্বর শ্রীমঙ্গলের আকবর আলীর প্রথম স্ত্রী খোদেজা বেগমের সন্তান আছিদ আলী, পারভীন বেগম, উমর আলীসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মায়া বেগম ও তার ছেলে জাফর আলীকে মারধর করে। গুরুতর আহত মায়া বেগমকে মৌলভীবাজার সদর হাসপাতালে ও পরে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, কিন্তু ১১ জানুয়ারি তিনিও মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে মামলার বাদী সিএনজি চালক মো. জাফর আলী জানান, মামলার আসামীরা মামলা তুলে নিতে হুমকি প্রদান করছে এবং তাদের অব্যাহত ভয়ভীতি-হুমকির কারণে তিনি পরিবারসহ বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি অভিযোগ করেন, পুলিশ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এদিকে, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, “মামলা ও ঘটনার বিষয়ে আমি অবগত নই। খবর নিয়ে জানতে হবে”। দীর্ঘ সময় ধরে আদালতের নির্দেশনা পালিত না হওয়া নিয়ে প্রশ্ন উঠলেও ওসি এই বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি।