ময়মনসিংহে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ গ্রেফতারকৃত ময়মনসিংহ মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সজিবকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বদিস্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত (২১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দিয়েছেন।
বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সজীবকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ২১-১-২০২৫ ইং তারিখ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, গত সোমবার (২০ জানুয়ারি) রাতে ময়মনসিংহ নগরীর বলাশপুর মরাখোলা এলাকা থেকে বুলবুল আহমেদ সজিবকে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেন।
