মানিকগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল ও সাবেক ছাত্রদল নেতা ফজলুল করিম শামীম এর গ্রেপ্তারের প্রতিবাদে জেলা যুবদলের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় মানিকগঞ্জ প্রেস ক্লাব সম্মেলন কক্ষে জেলা যুবদল এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মানিকগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ট্রাফিক পুলিশ টিআই হামিদ, টিআই আলী আকবর, এটিআই ইশারাত ও সার্জেন্ট রফিক সাবেক ছাত্রদল নেতা শামিমকে হেনস্তা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে টেনে হিচড়ে অমানবিকভাবে গ্রেপ্তার করে মামলা দিয়ে হয়রানি করছেন।
সাবেক ছাত্রদল নেতাকে মুক্তি ও চাঁদাবাজ ট্রাফিক পুলিশের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে তারা বলেন, ট্রাফিক পুলিশ টিআই হামিদ, টিআই আলী আকবর, এটি আই ইশারাত ও সার্জেন্ট রফিকের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে সাংগঠনিক কর্মসূচি দেওয়া হবে।
এ সময় জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আহমেদ কবীর, মাসুদ পারভেজ, এ্যাডভোকেট উজ্জল হোসেনসহ জেলা যুবদলের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।