ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
শ্রীমঙ্গল উপজেলা, পৌর ও সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনাপোলে দরিদ্র ও পথচারীদের ইফতার বিতরণ মিষ্টি কুমড়া চাষ করে লোকসান, ন্যায্য দাম থেকে বঞ্চিত কৃষক ফিলিস্তিনে নির্বিচারে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন প্রাথমিক বিদ্যালয়ে অর্জিত জ্ঞান শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশঃ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ইফতার সামগ্রী বিতরণ করল এপেক্স ক্লাব অব লামা কমলগঞ্জে যুবদলের ইফতার বিতরণ মৌলভীবাজারের রাজনগরে ডিবি পুলিশকে মারধর করে চেয়ারম্যাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টাকার টিকিট বিক্রি হচ্ছে ১০ টাকায়: প্রশাসনের নীরব ভূমিকা ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে হাসনাতের সাথেই আমরা ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খানের অনুসারীদের নেতৃত্বে ছিল সাংকেতিক নাম

চলন্ত বাসে ডাকাতির তিনদিন পর মির্জাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা

চলন্ত বাসে বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানীর ঘটনার তিনদিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে ইউনিক রোড রয়েলস পরিবহনের যাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ব্যবসায়ী মো. ওমর আলী (৫০) বাদী হয়ে মামলাটি (মামলা নাম্বার- ১৭) দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ৮/৯ জন ডাকাতকে আসামি করা হয়েছে।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন এ বিষয়ে পুলিশ কাজ করছে।

মামলার বিবরণে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি রাত অনুমানিক সাড়ে এগারোটার দিকে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড হইতে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস্ পরিবহন (রেজি, নং- ময়মনসিংহ-ব-১১-০০৬১) নাটোর জেলার বড়াইগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। গাবতলী থেকে বাসটিতে সাভারের হেমায়েতপুর পৌঁছালে সেখান থেকে আরো ১০/১২ জন যাত্রী রাজশাহীর উদ্দেশ্যে বাসে উঠে। রাত একটার দিকে বাসটি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্র বাইপাসে চা পানের বিরতি শেষে ওই স্থান থেকে অজ্ঞাতনামা আরও ৩/৪ জন যাত্রী রাজশাহীর উদ্দেশ্যে বাসে উঠেন। রাত দেড়টার দিকে বাসটি কালিয়াকৈর উপজেলার হাইটেক সিটি পার্ক সংলগ্ন খাড়াজোড়া ফ্লাইওভার ব্রিজ অতিক্রম করার ৫/৬ মিনিট পর হঠাৎ বাসে ৮/৯ জন যাত্রীবেশে ডাকাত এক সঙ্গে দাঁড়িয়ে যায় এবং ধারালো চাকু ও চাপাতি দিয়ে যাত্রীদের ভয় দেখাইয়া চুপ থাকতে বলে। তাদের মধ্যে তিনজন ডাকাত গাড়ীর চালককের গলায় ধারালো চাকু ধরে চালককে টেনে হিঁচড়ে কিলঘুষি মেরে আসন থেকে উঠিয়ে নিজেদের একজন চালকের আসনে বসে। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও রুপাসহ আনুমানিক পাঁচ লাখ ২৬ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয়। এসময় ২/৩ জন ডাকাত গাড়ীতে থাকা ২/৩ জন অজ্ঞাতনামা মহিলা যাত্রীদের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে শ্লীলতাহানী করে।

বাসটি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া নাছির গ্লাসের সামনে হইতে ইউটার্নে করিয়া ঢাকার দিকে রওয়ানা করে। বাসটি দুই থেকে আড়াই ঘন্টা গাজীপুরের কালিয়াকৈর, কোনাবাড়িসহ গাজীপুরের বিভিন্ন এলকাকায় ঘুড়াইয়া এই সময়ের মধ্যে যাত্রীদের অস্ত্রের মুখে ভয়ভীতি দেখাইয়া বাদীসহ অন্য যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও রুপাসহ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল লুটে নেয়।

রাত আনুমানিক চারটার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া এলাকার নন্দন পার্কের সামনে গাড়ীটি টাঙ্গাইল অভিমুখ করে চালককে ভয় দেখিয়ে ডাকাতরা বলে ১০ কিলোমিটারের মধ্যে গাড়ীটি কোথাও থামাইলে তোকে জানে মেরে ফেলবো। পরে তারা লুন্ঠিত মালামালসহ দ্রুত গাড়ী থেকে নেমে চলে যায়। পরবর্তীতে গাড়ীর চালক গাড়ী নিয়ে চন্দ্রা মোড়ে আসলে যাত্রীরা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে ঘটনার বিষয়ে পুলিশকে জানাইলে কালিয়াকৈর থানার টহল পুলিশ ঘটনাস্থলে আসে। এসময় যাত্রীরা পুলিশকে ডাকাতির বিষয় জানাইলে পুলিশ মির্জাপুর থানায় গিয়ে অভিযোগ করার পরামর্শ দেন। পরে বাদীসহ কয়েকজন যাত্রী ও বাসের সুপারভাইজার মির্জাপুর থানায় এসে ডিউটি অফিসারকে বিষয়টি মৌখিকভাবে জানান। ডিউটি অফিসার তাদের বসতে বলেন। এ সময় কয়েকজন যাত্রী অসুস্থতার কথা বললে সেখান থেকে তারা চলে আসেন। পরে অপর একটি বাসে উঠে তারা মির্জাপুর থেকে নাটোর জেলার বড়াইগ্রাম থানা মোড় যান। অন্যদিকে ডাকাতির কবলিত গাড়ী নাটোরের বড়াইগ্রাম থানা মোড়ে পৌছালে ৩/৪ জন যাত্রী স্থানীয় লোকজনের সহায়তায় গাড়ীর চালক, হেলপার ও সুপারভাইজারকে আটকে বড়াইগ্রাম থানা পুলিশে খবর দেয়। ডাকাতির ঘটনার সাথে গাড়িটির চালক হেলপার ও সুপাভাইজার জড়িত রয়েছে যাত্রীদের এমন অভিযোগ বড়াইগ্রাম থানা পুলিশ তাদের আটক করে। পরে তাদের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হলে তারা জামিনে মুক্ত হন।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে পুলিশ কাজ করছে।

One thought on “চলন্ত বাসে ডাকাতির তিনদিন পর মির্জাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গল উপজেলা, পৌর ও সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Verified by MonsterInsights

চলন্ত বাসে ডাকাতির তিনদিন পর মির্জাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা

আপডেট সময় ০৯:১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

চলন্ত বাসে বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানীর ঘটনার তিনদিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে ইউনিক রোড রয়েলস পরিবহনের যাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ব্যবসায়ী মো. ওমর আলী (৫০) বাদী হয়ে মামলাটি (মামলা নাম্বার- ১৭) দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ৮/৯ জন ডাকাতকে আসামি করা হয়েছে।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন এ বিষয়ে পুলিশ কাজ করছে।

মামলার বিবরণে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি রাত অনুমানিক সাড়ে এগারোটার দিকে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড হইতে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস্ পরিবহন (রেজি, নং- ময়মনসিংহ-ব-১১-০০৬১) নাটোর জেলার বড়াইগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। গাবতলী থেকে বাসটিতে সাভারের হেমায়েতপুর পৌঁছালে সেখান থেকে আরো ১০/১২ জন যাত্রী রাজশাহীর উদ্দেশ্যে বাসে উঠে। রাত একটার দিকে বাসটি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্র বাইপাসে চা পানের বিরতি শেষে ওই স্থান থেকে অজ্ঞাতনামা আরও ৩/৪ জন যাত্রী রাজশাহীর উদ্দেশ্যে বাসে উঠেন। রাত দেড়টার দিকে বাসটি কালিয়াকৈর উপজেলার হাইটেক সিটি পার্ক সংলগ্ন খাড়াজোড়া ফ্লাইওভার ব্রিজ অতিক্রম করার ৫/৬ মিনিট পর হঠাৎ বাসে ৮/৯ জন যাত্রীবেশে ডাকাত এক সঙ্গে দাঁড়িয়ে যায় এবং ধারালো চাকু ও চাপাতি দিয়ে যাত্রীদের ভয় দেখাইয়া চুপ থাকতে বলে। তাদের মধ্যে তিনজন ডাকাত গাড়ীর চালককের গলায় ধারালো চাকু ধরে চালককে টেনে হিঁচড়ে কিলঘুষি মেরে আসন থেকে উঠিয়ে নিজেদের একজন চালকের আসনে বসে। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও রুপাসহ আনুমানিক পাঁচ লাখ ২৬ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয়। এসময় ২/৩ জন ডাকাত গাড়ীতে থাকা ২/৩ জন অজ্ঞাতনামা মহিলা যাত্রীদের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে শ্লীলতাহানী করে।

বাসটি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া নাছির গ্লাসের সামনে হইতে ইউটার্নে করিয়া ঢাকার দিকে রওয়ানা করে। বাসটি দুই থেকে আড়াই ঘন্টা গাজীপুরের কালিয়াকৈর, কোনাবাড়িসহ গাজীপুরের বিভিন্ন এলকাকায় ঘুড়াইয়া এই সময়ের মধ্যে যাত্রীদের অস্ত্রের মুখে ভয়ভীতি দেখাইয়া বাদীসহ অন্য যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও রুপাসহ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল লুটে নেয়।

রাত আনুমানিক চারটার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া এলাকার নন্দন পার্কের সামনে গাড়ীটি টাঙ্গাইল অভিমুখ করে চালককে ভয় দেখিয়ে ডাকাতরা বলে ১০ কিলোমিটারের মধ্যে গাড়ীটি কোথাও থামাইলে তোকে জানে মেরে ফেলবো। পরে তারা লুন্ঠিত মালামালসহ দ্রুত গাড়ী থেকে নেমে চলে যায়। পরবর্তীতে গাড়ীর চালক গাড়ী নিয়ে চন্দ্রা মোড়ে আসলে যাত্রীরা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে ঘটনার বিষয়ে পুলিশকে জানাইলে কালিয়াকৈর থানার টহল পুলিশ ঘটনাস্থলে আসে। এসময় যাত্রীরা পুলিশকে ডাকাতির বিষয় জানাইলে পুলিশ মির্জাপুর থানায় গিয়ে অভিযোগ করার পরামর্শ দেন। পরে বাদীসহ কয়েকজন যাত্রী ও বাসের সুপারভাইজার মির্জাপুর থানায় এসে ডিউটি অফিসারকে বিষয়টি মৌখিকভাবে জানান। ডিউটি অফিসার তাদের বসতে বলেন। এ সময় কয়েকজন যাত্রী অসুস্থতার কথা বললে সেখান থেকে তারা চলে আসেন। পরে অপর একটি বাসে উঠে তারা মির্জাপুর থেকে নাটোর জেলার বড়াইগ্রাম থানা মোড় যান। অন্যদিকে ডাকাতির কবলিত গাড়ী নাটোরের বড়াইগ্রাম থানা মোড়ে পৌছালে ৩/৪ জন যাত্রী স্থানীয় লোকজনের সহায়তায় গাড়ীর চালক, হেলপার ও সুপারভাইজারকে আটকে বড়াইগ্রাম থানা পুলিশে খবর দেয়। ডাকাতির ঘটনার সাথে গাড়িটির চালক হেলপার ও সুপাভাইজার জড়িত রয়েছে যাত্রীদের এমন অভিযোগ বড়াইগ্রাম থানা পুলিশ তাদের আটক করে। পরে তাদের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হলে তারা জামিনে মুক্ত হন।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে পুলিশ কাজ করছে।