বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন ২৫জন বিদেশী নাগরিক।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে তারা এ শ্রদ্ধা নিবেদন করেন।
পঞ্চম ‘বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ যোগ দিতে আসা ইতালি, নেপাল, মালয়েশিয়া, ভারত থেকে আসা এই ২৫জন নাগরিক শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভা ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইতালির নাগরিক ও ফিল্ম মেকার আলবার্তো স্টারোস্টা বলেন, ‘বাংলাদেশের মানুষদের হৃদয় অনেক বড়। ভাষার জন্য তাদের যে ত্যাগ তা এখন সারা পৃথিবীর মানুষ যথাযথভাবে উদযাপন করছেন। এবারের উদযাপনটা আমার কাছে ভিন্ন। কারণ বাংলাদেশে বসেই শহীদদের শ্রদ্ধা জানাতে পেরেছি।’
মালয়েশিয়ার নাগরিক ও ফিল্ম মেকার জুনিয়া আনিলিক বলেন, ‘আমাদের দেশেও প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে থাকি। বাংলাদেশের বগুড়ায় এই আয়োজন দেখে আমরা মুগ্ধ হয়েছি। এদেশের শিক্ষার্থীরা অনেক মেধাবী। আশা করছি, তারা দেশের ভাষা আরও প্রসিদ্ধ করবে।’
বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত বলেন, ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে আমাদের প্রতিষ্ঠানে নানান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই আয়োজন ২৫ জন বিদেশী নাগরিক উপভোগ করেছেন। ভাষার মাসে এটা নিঃসন্দেহে অনেক গর্বের বিষয়।’
আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। শেষে ২৫জন বিদেশী নাগরিক ও প্রতিষ্ঠান প্রধান চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক অলোক পাল এবং তাসনিম ত্রয়ী।