মালয়েশিয়া কর্তৃপক্ষ ৪৫ বাংলাদেশি নাগরিককে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় তাদের ফেরত পাঠানো হয়।
এর আগে, বিমানবন্দরের বিভিন্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) ৬৮ বিদেশিকে আটক করে।
একের পর এক পাসপোর্ট যাচাই-বাছাই করে জানা যায়, আটক বিদেশিদের মধ্যে ৪৫ জন বাংলাদেশি নাগরিক, ১৬ জন পাকিস্তানি এবং ৭ জন ভারতীয় নাগরিক ছিলেন। তারা সবাই পর্যটক হিসেবে মালয়েশিয়ায় আসলেও ইমিগ্রেশন কাউন্টার অতিক্রম করেননি এবং বিমানবন্দর ও এর আশপাশের খাবারের দোকানসহ অন্যান্য জায়গায় ঘোরাফেরা করছিলেন। ধারণা করা হয়েছে, তারা বিশেষ কোনো উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।
একেপিএস সংস্থাটি জানিয়েছে, আটক হওয়া বিদেশিদের কেএলআইএ ইমিগ্রেশন অপারেশন অফিসে নিয়ে গিয়ে কাগজপত্র যাচাই করা হয়। যাচাই শেষে তাদের আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না দিয়ে ‘নোটিশ টু লিভ’ (এনটিএল) দেওয়া হয় এবং তাদের দেশে ফেরত পাঠানো হয়।
এটি ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে সবচেয়ে বেশি বিদেশিকে ফেরত পাঠানোর ঘটনা বলে একেপিএস জানিয়েছে। মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২,৬৫৪ বিদেশি নাগরিককে পরীক্ষা করা হয়, যাদের মধ্যে ৯০০ জন প্রকৃত পর্যটক না হওয়ায় তাদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।