পবিত্র ঈদুল ফিতর নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পুলিশ সদর দপ্তর একাধিক নিরাপত্তাবিষয়ক পরামর্শ দিয়েছে। এতে যাত্রী, বাস মালিক, চালক, নৌযান মালিক ও ট্রেনযাত্রীদের জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) এক বার্তায় পুলিশ সদর দপ্তর এসব পরামর্শ প্রদান করে।
যাত্রীদের উদ্দেশ্যে পুলিশ বলেছে, ঈদযাত্রায় পর্যাপ্ত সময় নিয়ে পরিকল্পনা করতে হবে। চালকদের দ্রুতগতিতে গাড়ি চালাতে বাধ্য করা যাবে না এবং অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদে বা পণ্যবাহী যানবাহনে ভ্রমণ করা থেকে বিরত থাকতে হবে। রাস্তা পারাপারের ক্ষেত্রে জেব্রা ক্রসিং বা ফুট ওভারব্রিজ ব্যবহার করতে বলা হয়েছে। অপরিচিত ব্যক্তির কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণ করতে নিষেধ করা হয়েছে।
বাস মালিকদের উদ্দেশ্যে বলা হয়েছে, কোনো অবস্থাতেই অদক্ষ, ক্লান্ত বা অসুস্থ চালককে গাড়ি চালাতে দেওয়া যাবে না। ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামানো যাবে না। অন্যদিকে, বাসচালকদের ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করা, অতিরিক্ত যাত্রী না তোলা এবং ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
লঞ্চ, স্টিমার ও স্পিডবোটের যাত্রীদের উদ্দেশ্যে পুলিশের বার্তায় বলা হয়েছে, অতিরিক্ত যাত্রী হয়ে নৌযানে উঠা যাবে না এবং ছাদে ভ্রমণ করা থেকে বিরত থাকতে হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযানে না চড়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রাপথে ঝড় দেখা দিলে আতঙ্কিত হয়ে ছোটাছুটি না করে স্থির থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
লঞ্চ, স্টিমার ও স্পিডবোট মালিকদের যথাযথ নিয়ম মেনে নৌযান পরিচালনা করতে বলা হয়েছে। পর্যাপ্ত বয়া ও লাইফ জ্যাকেট রাখা বাধ্যতামূলক করা হয়েছে। চালকদের আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ করে তবেই নৌযান নিয়ে যাত্রা শুরুর পরামর্শ দেওয়া হয়েছে।
ট্রেনযাত্রীদের উদ্দেশ্যে বলা হয়েছে, ট্রেনের ছাদ, বাফার, পাদানি ও ইঞ্জিনে ঝুঁকিপূর্ণ ভ্রমণ করা যাবে না। ট্রেনে মালামাল নিজ দায়িত্বে সংরক্ষণ করার পাশাপাশি বিনা টিকিটে ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নিরাপত্তার প্রয়োজনে পুলিশ সদর দপ্তর, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ ও র্যাবের কন্ট্রোল রুমের নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্স কন্ট্রোল রুম ০১৩২০০০১৩০০, ০১৩২০০০১২৯৯; হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ০১৩২০১৮২৫৯৮, রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ০১৩২০১৭৭৫৯৮, নৌ পুলিশ হেডকোয়ার্টার্স ০১৩২০১৬৯৫৯৮, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ০১৭৭৭৭২০০২৯ নম্বরে এবং জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সঙ্গে যোগাযোগ করুন।