বোয়ালখালী প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহর মতবিনিময় অনুষ্ঠিত।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বাংলা টিভির চট্টগ্রাম প্রধান লোকমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অধীর বড়ুয়া, প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এড সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. নজরুল ইসলাম, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী, দপ্তর সম্পাদক এস এম নাঈম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদ হাসান, সিনিয়র সদস্য এমরান চৌধুরী, সদস্য শাহ আলম বাবলু, খোরশেদ আলম প্রমুখ।
মতবিনিময়কালে নবাগত ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, বোয়ালখালী ইউএনও হিসাবে দায়িত্ব পালনকালে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি এ সময় শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী বোয়ালখালী বিনির্মাণে সবাইকে সচেষ্ট হওয়ার জন্য আহ্বান জানান।