দিনাজপুরের ফুলবাড়ীতে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি আলী ইমাম আল রেজা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তিনি আহত অবস্থায় উদ্ধার হন এবং পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শী মো. মাসুদ, যিনি ২ নম্বর আলাদিপুর ইউনিয়নের উত্তর রঘুনাথপুরের বাসিন্দা জানান, রাত আনুমানিক ৮টায় তিনি বারাইহাট এলাকায় রাস্তার পাশে মোটরসাইকেলসহ ইমাম রেজাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় আঘাতের চিহ্ন দেখে প্রথমে সড়ক দুর্ঘটনা বলে মনে হলেও পরিবারের দাবি এটি পরিকল্পিত হামলা।
রেজার ছোট ভাই, আইচি মেডিকেল কলেজের অধ্যাপক ডা. শাহরিয়ার আহমেদ জানান, তার শারীরিক অবস্থা এবং সিটি স্ক্যান রিপোর্টের ভিত্তিতে এটি নিছক সড়ক দুর্ঘটনা নয় বলে সন্দেহ হচ্ছে। তিনি অভিযোগ করেন, আঘাতের ধরন দেখে বোঝা যায় এটি প্রশিক্ষিত কারও দ্বারা সংঘটিত হয়েছে। তার চোখ, নাক, ঘাড়, কান, মাথার পেছন, হাতের বাহু, পা, কোমর ও পেটে গুরুতর চোট রয়েছে, যা দুর্ঘটনার চেয়ে বেশি সন্ত্রাসী হামলার ইঙ্গিত দেয়। দিনাজপুর মেডিকেল কলেজের চিকিৎসকরাও আঘাতের তীব্রতার বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যরা জানান, উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ইমাম রেজাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সাংবাদিকতার পাশাপাশি ইমাম আল রেজা ফুলবাড়ির স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের পরিচালক ও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এ ঘটনায় মামলা হয়েছে কিনা জানতে চাইলে তার পরিবার জানায়, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।