ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
বরিশালের বাবুগঞ্জে ছোট ভাইয়ের লাশ দেখতে এসে বড় বোনের মৃত্যু, শোকের ছায়া পুরো বাবুগঞ্জে শ্রীমঙ্গল উপজেলা, পৌর ও সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনাপোলে দরিদ্র ও পথচারীদের ইফতার বিতরণ মিষ্টি কুমড়া চাষ করে লোকসান, ন্যায্য দাম থেকে বঞ্চিত কৃষক ফিলিস্তিনে নির্বিচারে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন প্রাথমিক বিদ্যালয়ে অর্জিত জ্ঞান শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশঃ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ইফতার সামগ্রী বিতরণ করল এপেক্স ক্লাব অব লামা কমলগঞ্জে যুবদলের ইফতার বিতরণ মৌলভীবাজারের রাজনগরে ডিবি পুলিশকে মারধর করে চেয়ারম্যাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টাকার টিকিট বিক্রি হচ্ছে ১০ টাকায়: প্রশাসনের নীরব ভূমিকা ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে হাসনাতের সাথেই আমরা

দিল্লির মসনদে বিজেপি

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী রেখা গুপ্তা।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর ঐতিহাসিক রামলীলা ময়দানে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি শপথ নেন। তার শপথের মাধ্যমে তিনি দিল্লির নবম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এবং চতুর্থ নারী মুখ্যমন্ত্রী হিসেবে এই সম্মানজনক পদে নিযুক্ত হলেন।

এদিন শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুসহ এনডিএ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

রেখা গুপ্তা, বিজেপির তৃণমূল পর্যায় থেকে উঠে আসা একজন নেতা ও আরএসএসের ঘনিষ্ঠ সদস্য হিসেবে পরিচিত। তিনি দিল্লি বিধানসভার এবারের নির্বাচনে শালিমারবাগ থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন। ২৭ বছর পর দিল্লির ক্ষমতায় ফিরে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তাকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে।

এছাড়া, রেখা গুপ্ত দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী এবং বিজেপির হয়ে দিল্লির দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার পূর্বসূরি হিসেবে বিজেপির সুষমা স্বরাজ, কংগ্রেসের শীলা দীক্ষিত ও আম আদমি পার্টির (এএপি) আতিশি দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন।

রেখা গুপ্ত ২০১৫ ও ২০২০ সালে শালিমারবাগ আসন থেকে বিধায়ক নির্বাচনে অংশ নিলেও দুবারই হেরে যান আম আদমি পার্টির প্রার্থী বন্দনা কুমারীর কাছে। তবে এবার তৃতীয়বারের মতো বিজেপি তাকে প্রার্থী হিসেবে নির্বাচিত করলে রেখা ২৯ হাজার ৫৯৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। এই নির্বাচনে দিল্লির ৭০টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি ৪৮টি আসনে জয়ী হয়েছে, যা ২৭ বছর পর বিজেপির দিল্লির ক্ষমতায় ফেরার একটি ঐতিহাসিক মুহূর্ত।

এদিকে, ১০ বছর ক্ষমতায় থাকার পর এবারে আম আদমি পার্টি (আপ) হেরে গেছে, তারা পেয়েছে মাত্র ২২টি আসন। এমনকি দলটির নেতা অরবিন্দ কেজরিওয়াল তার নিজ নির্বাচনী আসন নয়াদিল্লিতে বিজেপি প্রার্থী প্রবেশ বর্মার কাছে পরাজিত হয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বরিশালের বাবুগঞ্জে ছোট ভাইয়ের লাশ দেখতে এসে বড় বোনের মৃত্যু, শোকের ছায়া পুরো বাবুগঞ্জে

Verified by MonsterInsights

দিল্লির মসনদে বিজেপি

আপডেট সময় ০৮:৫৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী রেখা গুপ্তা।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর ঐতিহাসিক রামলীলা ময়দানে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি শপথ নেন। তার শপথের মাধ্যমে তিনি দিল্লির নবম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এবং চতুর্থ নারী মুখ্যমন্ত্রী হিসেবে এই সম্মানজনক পদে নিযুক্ত হলেন।

এদিন শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুসহ এনডিএ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

রেখা গুপ্তা, বিজেপির তৃণমূল পর্যায় থেকে উঠে আসা একজন নেতা ও আরএসএসের ঘনিষ্ঠ সদস্য হিসেবে পরিচিত। তিনি দিল্লি বিধানসভার এবারের নির্বাচনে শালিমারবাগ থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন। ২৭ বছর পর দিল্লির ক্ষমতায় ফিরে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তাকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে।

এছাড়া, রেখা গুপ্ত দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী এবং বিজেপির হয়ে দিল্লির দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার পূর্বসূরি হিসেবে বিজেপির সুষমা স্বরাজ, কংগ্রেসের শীলা দীক্ষিত ও আম আদমি পার্টির (এএপি) আতিশি দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন।

রেখা গুপ্ত ২০১৫ ও ২০২০ সালে শালিমারবাগ আসন থেকে বিধায়ক নির্বাচনে অংশ নিলেও দুবারই হেরে যান আম আদমি পার্টির প্রার্থী বন্দনা কুমারীর কাছে। তবে এবার তৃতীয়বারের মতো বিজেপি তাকে প্রার্থী হিসেবে নির্বাচিত করলে রেখা ২৯ হাজার ৫৯৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। এই নির্বাচনে দিল্লির ৭০টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি ৪৮টি আসনে জয়ী হয়েছে, যা ২৭ বছর পর বিজেপির দিল্লির ক্ষমতায় ফেরার একটি ঐতিহাসিক মুহূর্ত।

এদিকে, ১০ বছর ক্ষমতায় থাকার পর এবারে আম আদমি পার্টি (আপ) হেরে গেছে, তারা পেয়েছে মাত্র ২২টি আসন। এমনকি দলটির নেতা অরবিন্দ কেজরিওয়াল তার নিজ নির্বাচনী আসন নয়াদিল্লিতে বিজেপি প্রার্থী প্রবেশ বর্মার কাছে পরাজিত হয়েছেন।