চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচে চরম বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ১৫ ওভার শেষে বাংলাদেশ দলের স্কোর দাঁড়িয়ে রয়েছে ৬২/৫, যা সমর্থকদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দলের ব্যাটিং লাইনআপ শুরুতেই ভেঙে পড়ায় ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে।
ম্যাচের শুরুতেই ভারতীয় বোলিং আক্রমণ একত্রিত হয়ে বাংলাদেশ ব্যাটসম্যানদের ওপর চরম চাপ সৃষ্টি করে। মোহাম্মদ শামির আগুনঝরা বোলিংয়ে প্রথম তিন ওভারের মধ্যে কোনো রান না করে ফিরে যান সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। এরপর, অক্ষর প্যাটেলের দুর্দান্ত বোলিংয়ে আরও বিপদে পড়ে টাইগাররা। প্যাটেল তুলে নেন দুই উইকেট, যার মধ্যে অন্যতম ছিল মুশফিকুর রহিমের শূন্য রানে আউট হওয়া।
তানজিদ হাসান ২৫ রান করে দলের পক্ষে সর্বোচ্চ স্কোর করেছেন, তবে তার ইনিংসটি দ্রুত শেষ হয়ে যায়। বর্তমানে ক্রিজে আছেন তৌহিদ হৃদয় (১৪) এবং জাকের আলি (১৫), যারা দলের রক্ষাকর্তা হতে মাঠে রয়েছেন। তাদের দায়িত্ব এখন দলকে সম্মানজনক স্কোরের দিকে নিয়ে যাওয়ার। তবে ভারতের দুর্দান্ত বোলিং আক্রমণের সামনে বাংলাদেশের জন্য ম্যাচে ফিরে আসা কতটা সম্ভব হবে, সেটি এখন দেখার বিষয়।
ভারতের হয়ে অক্ষর প্যাটেল ২ উইকেট, মোহাম্মদ শামি ২ উইকেট এবং হর্ষিত রানা ১ উইকেট নিয়েছেন।
বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপের দুর্বলতা ও ভারতের বোলিং শক্তির সামনে টাইগারদের ভবিষ্যৎ কী হবে, তা এখন পুরোপুরি অনিশ্চিত।