আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগের প্রক্রিয়াটি সরকারি বিভিন্ন দপ্তর পরিদপ্তর এবং স্বায়ত্তশাসিত দপ্তরগুলোর মত উন্মুক্ত টেন্ডারিং এর মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে জনবল নিয়োগ হয়ে থাকে। ঢাকা ওয়াসার আউটসোর্সিং এ জনবল নিয়োগ নিয়ে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ ও সচিবকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন সাবেক এমডি তাকসিম সিন্ডিকেট।
ইতোমধ্যে আউটসোর্সিং এর জনবল নিয়োগকে কেন্দ্র করে তারা বিভিন্ন মিডিয়াকে ভুল তথ্য দিয়ে ঢাকা ওয়াসা প্রশাসনকে বিতর্কিত করার চেষ্টা করছে। ৫ আগস্ট এর পরে প্রশাসন ক্যাডারের একজন মেধাবী এবং বঞ্চিত উপসচিবকে ঢাকা ওয়াসার সচিব পদে নিয়োগ দেওয়া হয়।
বিভিন্ন সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকার ঢাকা ওয়াসার বর্তমান সচিব মো. মশিউর রহমানকে সরকার বিরোধী বিভিন্ন কার্যকলাপে সংশ্লিষ্ট বলে তাকে বঞ্চিতদের তালিকায় দীর্ঘদিন ধরে রেখে দিয়েছিল। ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার তাকে ঢাকা ওয়াসার সচিব পদে নিয়োগ দেয়। ঢাকা ওয়াসায় ঘাপটি মেরে বসে থাকা তাকসিম সিন্ডিকেটের সদস্যরা ঢাকা ওয়াসাকে ঘিরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে ঢাকা ওয়াসার বর্তমান প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন ধরনের মিথ্যাচারে লিপ্ত হয়েছে। এই সব মিথ্যাচারের মধ্যে আউটসোর্সিং জনবল নিয়োগের ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ জড়িত বলে বিভিন্ন অযৌক্তিক মিথ্যাচার তারা করছে।
এসব মিথ্যাচারের বিপক্ষে ইতোমধ্যে ঢাকা ওয়াসা থেকে একটি প্রতিবাদ দেওয়া হয়েছে। ঢাকা ওয়াসার উপ-প্রধান জনতথ্য কর্মকর্তা মো. আবদুল কাদের সাক্ষরিত প্রতিবাদে ঢাকা ওয়াসা জানিয়েছে, আউটসোর্স জনবল নিয়োগদানকারী কর্তৃপক্ষ ঢাকা ওয়াসা নয়। তবে আউটসোর্স জনবল নিয়োগের জন্য ওপেন টেন্ডারিং পদ্ধতিতে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং নিয়োগকৃত ঠিকাদারি প্রতিষ্ঠান চাহিদা অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল সরবরাহ করে থাকে। এক্ষেত্রে সরকারের আউটসোর্স জনবল নিয়োগ নীতিমালা অনুসরণ করা হয়।
তারা আরও জানায়, ঢাকা ওয়াসা আউটসোর্স পদ্ধতিতে জনবল নিয়োগের ক্ষেত্রে কোনো নিয়োগপত্র দেয় না। আলোচ্য প্রতিবেদনে ঢাকা ওয়াসার এমডি, ডিএমডি, সচিব, মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের পিএস ও এপিএস, ছাত্র সমন্বয়ক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সুপারিশের কথা উল্লেখ করে যে তালিকা দেখানো হয়েছে তা সঠিক নয় এবং বিষয়টি দুঃখজনক। সংবাদে প্রকাশিত তালিকার সঙ্গে তাদের এবং ঢাকা ওয়াসার কোনো সম্পৃক্ততা নেই। এই জনবল নিয়োগ/সরবরাহ কাজটি সম্পূর্ণ ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক সম্পন্ন করা হয়।