ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইবি)’র প্রেসিডেন্ট, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) সভাপতি মো. রিয়াজুল হক রিজু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় এলজিইডি ও কুয়েটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন এলজিইডি এ্যাব শাখার সভাপতি এলজিইডির প্রকল্প পরিচালক প্রকৌশলী মঞ্জুর আলী, এ্যাব নেতা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদারসহ এলজিইডির প্রকৌশলীবৃন্দ।
রাজউক চেয়ারম্যানের সাথে শুভেচ্ছা বিনিময় ও সাক্ষাৎ শেষে প্রকৌশলী মঞ্জুর আলী বলেন, “রিয়াজুল হক রিজু ভাই একজন সৎ ও মেধাবী চৌকস মানুষ। আশা করি, উনার দিকনির্দেশনায় রাজউক দুর্নীতিমুক্ত একটি মজবুত জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাবে।”
ড. জিয়াউল ইসলাম মজুমদার বলেন, “রাজউকের নবনিযুক্ত চেয়ারম্যান একজন যোগ্য ও সজ্জন মানুষ। উনার নেতৃত্বে ঢাকা বসবাসের উপযোগী এক নতুন শহর হিসাবে গড়ে উঠুক, সেই প্রত্যাশাই করছি।