রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকায় মো. রিয়াজ হত্যা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আদালতের কাঠগড়ায় হাজির করা হলে পলক তার আইনজীবীদের সঙ্গে কথা বলছিলেন এবং শুনানির আগে মন্তব্য করেন। তিনি বলেন, “শুনানিতে বেশি কিছু বলার দরকার নেই। বেশি কিছু বললেই রিমান্ড বাড়িয়ে দেয়। যত কম বলব, তত ভালো।”
এ সময় পলক আরও বলেন, “আমি এত পরিমাণে আদালতে আসি, সকালে কারাগারে হাঁটতে বের হলে বন্দিরা আমাকে বলে, ‘আজকে আপনার অফিস নেই?’ আদালতকে তারা আমার অফিস ভাবে।”
মামলার তদন্ত কর্মকর্তা পলককে গ্রেপ্তার দেখানোর জন্য শুনানি করেন এবং ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলাম তার গ্রেপ্তার আবেদনের ওপর শুনানি শেষে তা মঞ্জুর করেন। পরবর্তীতে আদালত থেকে পলককে গারদখানায় নেওয়া হয়।
এ মামলার অভিযোগে জানা যায়, গত বছরের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকা থেকে জিগাতলা যাওয়ার পথে আসামিরা গুলি ছুঁড়ে। এতে মো. রিয়াজ (২৩) মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। চিকিৎসাধীন অবস্থায় ১৭ আগস্ট তিনি মারা যান। এ ঘটনায় তার মা মোসা. শাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন।