দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১৯ জানুয়ারি) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবদুস সোবহান গোলাপ এবং তার পরিবারের সদস্যদের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন।
এ আদেশ অনুযায়ী, আবদুস সোবহান গোলাপ, তার স্ত্রী গুলশান আরা মিয়া, ছেলে ইভান সোবহান মিয়া ও মেয়ে আনিশা গোলাপ মিয়ার নামে থাকা সম্পদ, যার মধ্যে রয়েছে মিরপুরে একটি পাঁচতলা বাড়ি, যুক্তরাষ্ট্রে ৯টি স্থাবর সম্পদ এবং ৫৩টি ব্যাংক হিসাব, সবগুলো ক্রোক করা হয়েছে।
দুদকের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এসব সম্পদের মধ্যে ৮টি সিঙ্গেল রেসিডেনসিয়াল কন্ডো ইউনিট এবং ১টি ডুয়েল ফ্যামিলি ইউনিট অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া আবদুস সোবহান গোলাপ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক, যা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বাড়ি ও ফ্ল্যাট কেনার সঙ্গে সম্পর্কিত।
গত ২৫ আগস্ট থেকে আবদুস সোবহান গোলাপ গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন এবং গত ২ অক্টোবর তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত।
দুদক জানিয়েছে, তারা আবদুস সোবহান গোলাপের অবৈধভাবে অর্জিত সম্পদের অনুসন্ধান এবং বিচারের প্রক্রিয়া অব্যাহত রাখবে। এই আদেশ দুর্নীতি ও অর্থ পাচারের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়।