ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের মারামারি ব্যর্থতার দায়ে পদত্যাগ করলেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান ৭ টেলিকম সংস্থার লাইসেন্স বাতিল করেছে বিটিআরসি উচ্চ আদালতে বিচারক নিয়োগে স্বতন্ত্র কাউন্সিল গঠন, অধ্যাদেশ জারি শেখ হাসিনাকে ফেরত না দিলে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন করবে ভারত: আইন উপদেষ্টা বোর্ডের হস্তক্ষেপে বাংলাদেশ ক্রিকেট বাধাগ্রস্ত: নিক পোথাস তুরস্কে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৬৬, আহত ৫১ জামায়াতে ইসলামীর আমীরের সঙ্গে চরমোনাই পীরের সৌজন্য সাক্ষাৎ মার্কিন নাগরিকত্ব হারাতে যাচ্ছেন ১৬ লাখ ভারতীয় অবরোধ তুলে নিলেন বিদেশ গমনেচ্ছুরা শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের উন্নতি শিক্ষাব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল

শ্রীমঙ্গলে প্রবাসীর কাছে চাঁদা দাবী ও ভয়ভীতি দেখানোর সত্যতা পেয়েছে পিবিআই

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখান ইউপি মাজেরগাঁও গ্রামে ফ্রান্স প্রবাসী মো. হাফিজুর রহমান এর মালিকানাধীন ফার্মে কাজ করতে হলে চাঁদা দাবী ও ভয়ভীতি দেখানোর সত্যতা পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সম্প্রতি মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ মোকাদ্দির হুসেন দীর্ঘ তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমল গ্রহণকারী মৌলভীবাজার আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

মানীত ও নিরপেক্ষ ৭ জন স্বাক্ষীকে জিজ্ঞাসাবাদসহ ঘটনার পারিপার্শ্বকতায় প্রাপ্ত অপরাধ বিশ্লেষণে, তদন্ত প্রতিবেদনে পিবিআই বলছে, ফ্রান্স প্রবাসী মো. হাফিজুর রহমান ষাড়েরগজ মৌজায় বাউন্ডারী ওয়াল দিয়ে ফার্মের কাজ শুরু করেন। ফার্মের দায়িত্ব প্রদান করা হয় তার ভাই মহিবুর রহমান ও খালাতো ভাই জাফর আলীকে। ফার্মে শ্রমিকরা কাজ করতে গেলে চিরিগাঁও এলাকার জিতু মিয়ার পুত্র শেখ জসিম উদ্দিন (৩৫) বাঁধা সৃষ্টি করেন এবং ২ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। দাবীকৃত টাকা না দিলে উক্ত ফার্ম ভেঙ্গে ফেলার হুমকি প্রদান করেন। সংবাদ প্রাপ্ত হয়ে ফ্রান্স প্রবাসী মো. হাফিজুর রহমান গত ০৬/০৮/২০২৪ ইং বাংলাদেশে আসেন। বিগত ২৪/০৮/২০২৪ইং বিকালে ফার্মের কাজের জন্য ট্রাক দিয়ে ইট (ব্রিকস) নিয়ে আসলে একইভাবে শেখ জসিম উদ্দিন গংরা বাঁধা সৃষ্টি করে ফ্রান্স প্রবাসীকে অশ্রীল ভাষায় গালি দিয়ে বলেন, এই এলাকায় কাজ করতে হলে দুই লক্ষ টাকা দিতে হবে না দিলে কোন কাজ করতে পারবেন না।

বিষয়টি স্থানীয় গন্যমান্য লোকজনকে অবগত করা হলেও সমাধান না হওয়ার কারণে ফ্রান্স প্রবাসী মো. হাফিজুর রহমান বাদী হয়ে শেখ জসিম উদ্দিন (৩৫), শেখ ওয়াসিম উদ্দিন (৩০), শেখ কবির উদ্দিন (৪০) সহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মৌলভীবাজার (সিআর-মোকদ্দমা নং-৩৭৩/২০২৪ইং (শ্রীঃ) দায়ের করেন। বিজ্ঞ আদালত উক্ত মামলা তদন্তের জন্য পিবিআই, মৌলভীবাজারকে নির্দেশ প্রদান করেন। এ মামলার প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।

তদন্ত প্রতিবেদনে আরো জানা গেছে, শেখ জসিম উদ্দিন এর বিরুদ্ধে সিআর মামলা নং-৩৬৯/২৪ (শ্রী.), নির্বাহী ম্যাজি. আদালতে মামলা নং- ৩২০/২৪ ( শ্রী.), সাইবার মামলা নং- ২৪২/২৪ সহ একাধিক মামলা আদালতে বিচারাধীন ও তদন্তাধীন রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শেখ জসিম উদ্দিন বলেন, আমি রাজনীতির সাথে জড়িত। জেলার অনেক নেতা আমার বিষয়ে অবগত রয়েছেন। ফার্মের পাশেই আমার বাড়ি। আমি অবৈধ কিছু বিষয়ে প্রতিবাদ করার কারণে আমার উপর চাঁদাবাজির মামলা করা হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দীর্ঘ তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, চাঁদাবাজি করলে তার প্রমাণ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা (মৌলভীবাজার) শাহ মোকাদ্দির হুসেন বলেন, মামলাটির তদন্তভার গ্রহণের পর প্রকাশ্য ও গোপনে প্রাপ্ত তথ্যের আলোকে শেখ জসিম উদ্দিনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। ফ্রান্স প্রবাসীর ফার্মে ট্রাক আটকিয়ে টাকা দাবী, হুমকিসহ অন্যান্য বিষয় সত্য প্রমাণিত হয়েছে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের মারামারি

শ্রীমঙ্গলে প্রবাসীর কাছে চাঁদা দাবী ও ভয়ভীতি দেখানোর সত্যতা পেয়েছে পিবিআই

আপডেট সময় ০৬:৫৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখান ইউপি মাজেরগাঁও গ্রামে ফ্রান্স প্রবাসী মো. হাফিজুর রহমান এর মালিকানাধীন ফার্মে কাজ করতে হলে চাঁদা দাবী ও ভয়ভীতি দেখানোর সত্যতা পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সম্প্রতি মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ মোকাদ্দির হুসেন দীর্ঘ তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমল গ্রহণকারী মৌলভীবাজার আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

মানীত ও নিরপেক্ষ ৭ জন স্বাক্ষীকে জিজ্ঞাসাবাদসহ ঘটনার পারিপার্শ্বকতায় প্রাপ্ত অপরাধ বিশ্লেষণে, তদন্ত প্রতিবেদনে পিবিআই বলছে, ফ্রান্স প্রবাসী মো. হাফিজুর রহমান ষাড়েরগজ মৌজায় বাউন্ডারী ওয়াল দিয়ে ফার্মের কাজ শুরু করেন। ফার্মের দায়িত্ব প্রদান করা হয় তার ভাই মহিবুর রহমান ও খালাতো ভাই জাফর আলীকে। ফার্মে শ্রমিকরা কাজ করতে গেলে চিরিগাঁও এলাকার জিতু মিয়ার পুত্র শেখ জসিম উদ্দিন (৩৫) বাঁধা সৃষ্টি করেন এবং ২ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। দাবীকৃত টাকা না দিলে উক্ত ফার্ম ভেঙ্গে ফেলার হুমকি প্রদান করেন। সংবাদ প্রাপ্ত হয়ে ফ্রান্স প্রবাসী মো. হাফিজুর রহমান গত ০৬/০৮/২০২৪ ইং বাংলাদেশে আসেন। বিগত ২৪/০৮/২০২৪ইং বিকালে ফার্মের কাজের জন্য ট্রাক দিয়ে ইট (ব্রিকস) নিয়ে আসলে একইভাবে শেখ জসিম উদ্দিন গংরা বাঁধা সৃষ্টি করে ফ্রান্স প্রবাসীকে অশ্রীল ভাষায় গালি দিয়ে বলেন, এই এলাকায় কাজ করতে হলে দুই লক্ষ টাকা দিতে হবে না দিলে কোন কাজ করতে পারবেন না।

বিষয়টি স্থানীয় গন্যমান্য লোকজনকে অবগত করা হলেও সমাধান না হওয়ার কারণে ফ্রান্স প্রবাসী মো. হাফিজুর রহমান বাদী হয়ে শেখ জসিম উদ্দিন (৩৫), শেখ ওয়াসিম উদ্দিন (৩০), শেখ কবির উদ্দিন (৪০) সহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মৌলভীবাজার (সিআর-মোকদ্দমা নং-৩৭৩/২০২৪ইং (শ্রীঃ) দায়ের করেন। বিজ্ঞ আদালত উক্ত মামলা তদন্তের জন্য পিবিআই, মৌলভীবাজারকে নির্দেশ প্রদান করেন। এ মামলার প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।

তদন্ত প্রতিবেদনে আরো জানা গেছে, শেখ জসিম উদ্দিন এর বিরুদ্ধে সিআর মামলা নং-৩৬৯/২৪ (শ্রী.), নির্বাহী ম্যাজি. আদালতে মামলা নং- ৩২০/২৪ ( শ্রী.), সাইবার মামলা নং- ২৪২/২৪ সহ একাধিক মামলা আদালতে বিচারাধীন ও তদন্তাধীন রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শেখ জসিম উদ্দিন বলেন, আমি রাজনীতির সাথে জড়িত। জেলার অনেক নেতা আমার বিষয়ে অবগত রয়েছেন। ফার্মের পাশেই আমার বাড়ি। আমি অবৈধ কিছু বিষয়ে প্রতিবাদ করার কারণে আমার উপর চাঁদাবাজির মামলা করা হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দীর্ঘ তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, চাঁদাবাজি করলে তার প্রমাণ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা (মৌলভীবাজার) শাহ মোকাদ্দির হুসেন বলেন, মামলাটির তদন্তভার গ্রহণের পর প্রকাশ্য ও গোপনে প্রাপ্ত তথ্যের আলোকে শেখ জসিম উদ্দিনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। ফ্রান্স প্রবাসীর ফার্মে ট্রাক আটকিয়ে টাকা দাবী, হুমকিসহ অন্যান্য বিষয় সত্য প্রমাণিত হয়েছে।